ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে নরওয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
-1.jpg)
ডুয়া নিউজ: এশিয়ার বাজারে নরওয়ের পণ্য বিপণনের জন্য বাংলাদেশকে একটি হাব হিসেবে গড়ে তুলতে নরওয়েকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ রবিবার (১২ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরল্যান্ড গুলব্রান্ডসেনের সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা নরওয়ের পণ্য বিপণনের জন্য বাংলাদেশকে একটি কার্যকর হাব হিসেবে ব্যবহারের পরামর্শ দেন। তিনি বলেন, "নরওয়ে থেকে লোক আনতে হবে না, আমাদের তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে আপনি এশিয়ায় নরওয়েজীয় পণ্য বিপণনের জন্য বাংলাদেশকে হাব হিসেবে ব্যবহার করুন।"
এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে নরওয়ের টেলিকম জায়ান্ট টেলিনরের প্রথম বিদেশি উদ্যোগ গ্রামীণফোনের উদাহরণ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, গ্রামীণফোন সময়ের সঙ্গে টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্তোরের একটি চিঠি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের শক্তিশালী সমর্থন প্রকাশ করা হয়। রাষ্ট্রদূত বলেন, "প্রধানমন্ত্রী আপনার প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন।"
তিনি আরও জানান, নরওয়ে বাংলাদেশে মানবাধিকার রক্ষা এবং পরিবেশগত টেকসই উন্নয়নে কাজ করতে আগ্রহী। বিশেষ করে, বাংলাদেশে জাহাজ পুনর্ব্যবহার শিল্প এবং সবুজ জ্বালানি রূপান্তরে নরওয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।
প্রধান উপদেষ্টা মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের সহায়তা কামনা করেন। তিনি বলেন, "নরওয়ে শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছে, তাই রোহিঙ্গা সংকট সমাধানে আপনাদের সাহায্য প্রয়োজন।"
এ সময় রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন জানান, নরওয়ে আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিন ইস্যু, করব্যবস্থা এবং প্লাস্টিক দূষণ নিয়ে বাংলাদেশে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। জাতিসংঘের প্রস্তাবের মাধ্যমে ফিলিস্তিনে মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য নরওয়ের নেতৃত্বের সমর্থন করায় নরওয়ের ডেপুটি হেড অব মিশন ম্যারিয়ান্নে রাবে কানেভেলস্রুদ বাংলাদেশকে ধন্যবাদ জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার