ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ভোক্তা অধিকার অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

২০২৫ সেপ্টেম্বর ০৯ ০০:৪১:৪৯

ভোক্তা অধিকার অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: সরকার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদকে নিয়োগ দিয়েছে। তাকে প্রেষণে এই পদে নিয়োগ দিয়ে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই নিয়োগের ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নতুন নেতৃত্বে পরিচালিত হবে।

অন্যদিকে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই রদবদল সরকারের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে ধারণা করা হচ্ছে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত