ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
কাঠামোগত দুর্নীতিই দেশের অগ্রগতির প্রধান বাধা: সমাজকল্যাণ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ মন্তব্য করেছেন যে, বাংলাদেশের কাঠামোগত দুর্নীতি দেশের অগ্রগতির পথে প্রধান অন্তরায়।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মিরপুরের ইউসেপ কমপ্লেক্সে বাংলাদেশ জেন্ডার ডাইভার্স কমিউনিটি এবং জুলাই ২০২৪ আন্দোলনে অংশগ্রহণকারী যুবকদের ক্ষমতায়নের লক্ষ্যে আয়োজিত একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা তরুণদের কর্মসংস্থান, আত্মমর্যাদা এবং সামাজিক অন্তর্ভুক্তি অর্জনে কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি ইউসেপ বাংলাদেশের এই উদ্যোগকে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান, মর্যাদা, অন্তর্ভুক্তি এবং জাতীয় অগ্রগতিতে সমান অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে।
শারমীন এস মুরশিদ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "৭১, ৯১, ২৪ এর আন্দোলনে বারবার মানুষ স্বপ্নের কথা বলেছে কিন্তু স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি, আমরা গণতন্ত্র পাইনি। ২৪ -এর আন্দোলন এই দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন সময় এসেছে নব-নির্মাণের।" তিনি ৭১-এর পরের অপূর্ণ স্বপ্নগুলো ২৪-এর আকাঙ্ক্ষার মাধ্যমে বাস্তবে রূপ দিতে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও উল্লেখ করেন, একটি দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে সেই দেশের মানুষকে আগে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। উন্নত দেশগুলোর উদাহরণ দিয়ে তিনি বলেন, সেই দেশগুলোর জনগোষ্ঠী এবং রাষ্ট্র মিলেই উন্নতির শিখরে পৌঁছতে পেরেছে। বাংলাদেশের উন্নয়নেও সব জনগোষ্ঠী এবং রাষ্ট্র একসঙ্গে কাজ করলে শান্তি ও অগ্রগতি নিশ্চিত হবে।
শারমীন এস মুরশিদ জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠীর সচ্ছলতা ফিরিয়ে আনতে কাজ করছে এবং নারী নির্যাতন রোধেও সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি একটি উদ্ভাবনী প্রস্তাব দেন যে, বাস স্টপেজে ও গণপরিবহনে নারী নির্যাতন রোধে তৃতীয় লিঙ্গের (জেন্ডার ডাইভার্স কমিউনিটি) সদস্যরা যদি ড্রাইভিং শিখে বিশেষায়িত বাস চালাতে পারেন, তবে গণপরিবহনে নারীদের ওপর নির্যাতনের মাত্রা অনেকাংশে কমে আসবে। তিনি হিংসাত্মক মনোভাব পরিহার করে ভালোবাসা দিয়ে দেশ ও মানুষকে দেখলে দেশের উন্নয়ন অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানের পর উপদেষ্টা ইউসেপ কমপ্লেক্সে পরিচালিত কেয়ারগিভিং, জাপানি ভাষা এবং গ্রাফিক্স ডিজাইন কোর্স পরিদর্শন করেন এবং ইউসেপ বাংলাদেশের উইমেন্স কর্নারের উদ্বোধন করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে