ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
কাঠামোগত দুর্নীতিই দেশের অগ্রগতির প্রধান বাধা: সমাজকল্যাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ মন্তব্য করেছেন যে, বাংলাদেশের কাঠামোগত দুর্নীতি দেশের অগ্রগতির পথে প্রধান অন্তরায়।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মিরপুরের ইউসেপ কমপ্লেক্সে বাংলাদেশ জেন্ডার ডাইভার্স কমিউনিটি এবং জুলাই ২০২৪ আন্দোলনে অংশগ্রহণকারী যুবকদের ক্ষমতায়নের লক্ষ্যে আয়োজিত একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা তরুণদের কর্মসংস্থান, আত্মমর্যাদা এবং সামাজিক অন্তর্ভুক্তি অর্জনে কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি ইউসেপ বাংলাদেশের এই উদ্যোগকে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান, মর্যাদা, অন্তর্ভুক্তি এবং জাতীয় অগ্রগতিতে সমান অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে।
শারমীন এস মুরশিদ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "৭১, ৯১, ২৪ এর আন্দোলনে বারবার মানুষ স্বপ্নের কথা বলেছে কিন্তু স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি, আমরা গণতন্ত্র পাইনি। ২৪ -এর আন্দোলন এই দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন সময় এসেছে নব-নির্মাণের।" তিনি ৭১-এর পরের অপূর্ণ স্বপ্নগুলো ২৪-এর আকাঙ্ক্ষার মাধ্যমে বাস্তবে রূপ দিতে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও উল্লেখ করেন, একটি দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে সেই দেশের মানুষকে আগে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। উন্নত দেশগুলোর উদাহরণ দিয়ে তিনি বলেন, সেই দেশগুলোর জনগোষ্ঠী এবং রাষ্ট্র মিলেই উন্নতির শিখরে পৌঁছতে পেরেছে। বাংলাদেশের উন্নয়নেও সব জনগোষ্ঠী এবং রাষ্ট্র একসঙ্গে কাজ করলে শান্তি ও অগ্রগতি নিশ্চিত হবে।
শারমীন এস মুরশিদ জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠীর সচ্ছলতা ফিরিয়ে আনতে কাজ করছে এবং নারী নির্যাতন রোধেও সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি একটি উদ্ভাবনী প্রস্তাব দেন যে, বাস স্টপেজে ও গণপরিবহনে নারী নির্যাতন রোধে তৃতীয় লিঙ্গের (জেন্ডার ডাইভার্স কমিউনিটি) সদস্যরা যদি ড্রাইভিং শিখে বিশেষায়িত বাস চালাতে পারেন, তবে গণপরিবহনে নারীদের ওপর নির্যাতনের মাত্রা অনেকাংশে কমে আসবে। তিনি হিংসাত্মক মনোভাব পরিহার করে ভালোবাসা দিয়ে দেশ ও মানুষকে দেখলে দেশের উন্নয়ন অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানের পর উপদেষ্টা ইউসেপ কমপ্লেক্সে পরিচালিত কেয়ারগিভিং, জাপানি ভাষা এবং গ্রাফিক্স ডিজাইন কোর্স পরিদর্শন করেন এবং ইউসেপ বাংলাদেশের উইমেন্স কর্নারের উদ্বোধন করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প