ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
‘বিএনপি ক্ষমতায় গেলে অস্ট্রেলিয়ার সিনেটর-এমপিদের সহযোগিতা লাগবে’
.jpg)
আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে অস্ট্রেলিয়ার সিনেটর ও এমপিদের সহযোগিতা আরও বেশি প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ভবিষ্যতের নির্বাচনের মূল বিষয় হলো সঠিক সময়ে এবং সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়া। এ জন্য আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বা লাইব্রেরি হলে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত বিএনপিকে এগিয়ে নিতে আপনাদের অবদান অনস্বীকার্য। বিদেশের মাটিতে থেকেও আপনারা দলের কার্যক্রমে সক্রিয় থেকেছেন এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, সেটি আমাদের কাছে গর্বের।
তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, বিগত আন্দোলনে আপনারা কষ্ট করেছেন, কিন্তু সেই প্রচেষ্টার ইতিবাচক ফল আমরা পেয়েছি। অস্ট্রেলিয়ার সিনেটর ও এমপিরা বাংলাদেশের বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। আপনাদের কাজের মাধ্যমেই সেই সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এএফএম তাওহীদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী মশিউর রহমান মুন্না, শফিউল আলম শফিক ও আবিদা সুলতানা। বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক। দোয়া পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ মনজুরুল হক আলমগীর।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় ৪০ জন প্রতিযোগী। অনুষ্ঠানে নবগঠিত জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম শিবলি ও সদস্য সচিব বাদশা বুলবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সাংস্কৃতিক সম্পাদক নামিদ ফারহানের তত্ত্বাবধানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি আশরাফুল ইসলাম ও শাহ আলম, সিনিয়র যুগ্ম মহাসচিব ইলিয়াস কাঞ্চন শহীন, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প