ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

টানা তিন হারের পর স্বস্তির জয় জার্মানির

২০২৫ সেপ্টেম্বর ০৮ ০৯:০২:৩৪

টানা তিন হারের পর স্বস্তির জয় জার্মানির

স্পোর্টস ডেস্ক: টানা তিন ম্যাচের হারের বৃত্ত ভেঙে অবশেষে জয়ের স্বাদ পেল জার্মানি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডাবলিনে নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতের এ জয়ে স্বস্তি ফিরে পেয়েছে নাগেলসম্যানের শিষ্যরা।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক জার্মানি সপ্তম মিনিটে এগিয়ে যায়। নিউক্যাসেল ইউনাইটেডে যোগ দেওয়া নিক ভল্টামাডারের পাস ধরে বক্সে ঢুকে গোল করেন সের্গে জিনাব্রি। তবে ৩৪তম মিনিটে কর্নার থেকে ভলিতে গোল করে আয়ারল্যান্ডকে সমতায় ফেরান ইসাক প্রাইস।

প্রথমার্ধে দুই দলই লক্ষ্যে রাখতে পেরেছিল একটি করে শট। তবে বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় জার্মানি। ৬৯তম মিনিটে মাঝমাঠ থেকে ডেভিড রাউমের লম্বা বল প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে ফাঁকায় চলে যায়, সুযোগ কাজে লাগান নাদিম আমিরি।

মাত্র তিন মিনিট পর লিভারপুলে নতুন মৌসুম শুরু করা ফ্লোরিয়ান ভার্টজ নিখুঁত ফ্রি কিক থেকে জার্মানির তৃতীয় গোল করেন। এরপর আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।

পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রেখে জার্মানি ১১টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে আয়ারল্যান্ডের ৩ শটের মধ্যে কেবল একটি থেকে আসে গোল।

এই জয়ে ‘এ’ গ্রুপে দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে জার্মানি। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে নর্দান আয়ারল্যান্ড দ্বিতীয় স্থানে। দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে স্লোভাকিয়া, আর টানা দুই হারে তলানিতে লুক্সেমবার্গ।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত