ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
বায়ুদূষণ বন্ধে ৯ নির্দেশনা বাস্তবায়নে হাইকোর্টের নির্দেশ

ডুয়া নিউজ: বায়ুদূষণ প্রতিরোধে ইতোপূর্বে দেওয়া ৯ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য উচ্চ আদালত নির্দেশনা দিয়েছেন। একই সাথে বায়ুদূষণ রোধে আগামী সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। এছাড়া আগামী ২৬ জানুয়ারি এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
আদালতে আবেদন দাখিলের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি করেন। তিনি জানান, ঢাকা শহরের বায়ুদূষণ রোধে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ (এইচআরপিবি) ছয় বছর আগে একটি রিট দায়ের করে। রিটের শুনানির পর আদালত বিবাদীদের প্রতি রুল জারি করে কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়। পাশাপাশি একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলা হয়।
তারপর কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় এইচআরপিবির পক্ষ থেকে নতুন আবেদন দাখিল করা হলে আদালত ৯ দফার নির্দেশনা জারি করে। নির্দেশনাগুলো হলো:
১. ঢাকা শহরে মাটি, বালি, বর্জ্য পরিবহনকারী ট্রাক ও অন্যান্য গাড়িতে মালামাল ঢেকে রাখা।২. নির্মাণাধীন এলাকায় মাটি, বালু, সিমেন্ট, পাথর ও নির্মাণ সামগ্রী ঢেকে রাখা।৩. সিটি করপোরেশন কর্তৃক রাস্তায় পানি ছিটানো।৪. রাস্তা, কালভার্ট, কার্পেটিং ও খোঁড়াখুঁড়ি কাজে টেন্ডারের শর্ত পালন নিশ্চিত করা।৫. কালো ধোঁয়া নিঃসরণকারী গাড়ি জব্দ করা।৬. সড়ক পরিবহন আইন অনুসারে গাড়ির চলাচল সময়সীমা নির্ধারণ করা ও সময়সীমা উত্তীর্ণ গাড়ি চলাচল বন্ধ করা।৭. অবৈধ ইটভাটা বন্ধ করা।৮. পরিবেশ লাইসেন্স ব্যতীত চলমান টায়ার ফ্যাক্টরি বন্ধ করা।৯. মার্কেট ও দোকানগুলোতে প্রতিদিনের বর্জ্য ব্যাগে ভরে রাখা ও অপসারণ নিশ্চিত করার জন্য সিটি করপোরেশনের পদক্ষেপ গ্রহণ করা।
মনজিল মোরসেদ জানান, কিছু পদক্ষেপ গ্রহণের কারণে ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা কমে আসলেও পরে নির্দেশনাগুলোর যথাযথ বাস্তবায়ন না হওয়ায় আবারও ঢাকার বায়ুদূষণ চরম পর্যায়ে পৌঁছেছে বলে সংবাদ প্রকাশিত হয়। এর পর আদালতের কাছে নির্দেশনার বাস্তবায়ন চেয়ে পুনরায় আবেদন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস