ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
সাবেক ভূমিমন্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল সিআইডি

নিজস্ব প্রতিবেদক: সাইফুজ্জামান চৌধুরীর নামে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ সম্পত্তি ক্রয় ও ব্যবসায় বিনিয়োগের প্রমাণে পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছে। প্রায় ১,২০০ কোটি টাকা মূল্যের এই অর্থ পাচারের ঘটনায় তদন্ত শেষে চট্টগ্রামের কোতোয়ালি থানায় সিআইডি মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করেছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধান ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাইফুজ্জামান চৌধুরী (৫৬) এবং তার স্ত্রী রুকমীলা জামান (৪৬) সহ অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে দুবাইয়ে অর্থ পাচারের যথাযথ প্রমাণ মিলেছে।
২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করা সাইফুজ্জামান চৌধুরী একাধিক ব্যাংক ও ব্যবসা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ইউনাইটেড ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং আরামিট গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তিনবারের সভাপতি ছিলেন তিনি।
সিআইডি জানিয়েছে, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাইফুজ্জামান চৌধুরী দুবাইয়ের আল বারশা সাউথ, থানিয়া, জাদ্দাফ, বুর্জ খলিফা, ওয়াল্ড আইল্যান্ড, জাবাল আলি ও অন্যান্য এলাকায় ২২৬টি ফ্ল্যাট কিনেছেন। এই ফ্ল্যাটগুলির মূল্য প্রায় ৩৩ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ১৬৮ দিরহাম। এছাড়া তার স্ত্রী রুকমীলার নামে ‘কিউ গার্ডেন্স বুটিক রেসিডেন্স-ব্লক বি’ নামে দুটি সম্পত্তি রয়েছে, যার মূল্য ২২ লাখ ৫০ হাজার ৩৬৯ দিরহাম।
ফ্ল্যাট ও ব্যবসায়িক সম্পত্তি ক্রয়ের পাশাপাশি সাইফুজ্জামানের নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে চারটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এ হিসাবগুলিতে দিরহাম ও মার্কিন ডলারের বিপুল লেনদেন রয়েছে। বাংলাদেশ ব্যাংকের রেকর্ড অনুযায়ী, বিদেশে এই ধরনের কোম্পানি নিবন্ধন, বিনিয়োগ বা সম্পত্তি অর্জনের জন্য তার কাছে কোনো সরকারি অনুমোদন ছিল না।
তদন্তের প্রমাণ অনুযায়ী, এই সম্পত্তি ও ব্যাংক লেনদেনের মাধ্যমে তিনি প্রায় ১,২০০ কোটি টাকা সংযুক্ত আরব আমিরাতে পাচার করেছেন। এটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার