ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
আর্জেন্টিনাসহ ছয় দেশকে জরিমানা করেছে ফিফা
স্পোর্টস ডেস্ক: ফুটবলে সম্প্রতি ‘বর্ণবাদ’ সংক্রান্ত অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এবার ফিফা, যা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, এই বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য ছয়টি দেশকে জরিমানা করেছে। জরিমানার আওতায় থাকা দেশগুলো হলো আর্জেন্টিনা, আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা।
ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানায়, এসব দেশ জুনে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বর্ণবাদী আচরণ বা বৈষম্যজনিত ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে। তবে ফিফা বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করেনি। সর্বোচ্চ জরিমানা ২ লাখ ডলার (প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকা) আরোপ করা হয়েছে আলবেনিয়ার ওপর। ৭ জুন সার্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচে জাতীয় সঙ্গীত চলাকালীন গোলযোগ তৈরি করা হয়েছিল, যা ফিফার মতে ‘খেলার ইভেন্টের জন্য অনুপযুক্ত বার্তা’।
রাজনৈতিক উত্তেজনার কারণে আলবেনিয়া ও সার্বিয়ার মধ্যকার দ্বন্দ্ব ফুটবল মাঠেও প্রতিফলিত হয়েছে। ২০১৪ সালে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে ‘গ্রেটার আলবেনিয়া’ লেখা একটি পতাকা উড়ানো হয়েছিল, যার কারণে ম্যাচ বাতিল পর্যন্ত হয়েছিল। এবার জুনে অনুষ্ঠিত আলবেনিয়া-সার্বিয়া ম্যাচ গোলশূন্য সমতায় শেষ হয়েছে। উভয় দলের ফেরি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর বেলগ্রেডে।
আর্জেন্টিনার ওপরও বৈষম্য ও বর্ণবাদের অভিযোগে ১ লাখ ৪৯ হাজার ডলার (প্রায় ১ কোটি ৮১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে খেলা ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। ম্যাচ চলাকালে কলম্বিয়ান ফুটবলারকে শক্তভাবে ট্যাকেল করায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ দুই ম্যাচ নিষিদ্ধ হন। ফিফা তাঁর শাস্তি বহাল রাখার পাশাপাশি ৬,২০০ ডলার জরিমানা করেছে।
চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়াও বর্ণবাদ ও বৈষম্যের দায়ে যথাক্রমে ১ লাখ ৪৩ হাজার, ৮৭ হাজার, ৬২ হাজার ও ২৬ হাজার ডলার জরিমানা পায়। ফিফা সতর্ক করেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধের জন্য দেশগুলোর ‘প্রতিরোধ পরিকল্পনা’ থাকা আবশ্যক।
এর বাইরে, ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ-পাচুকা ম্যাচেও বর্ণবাদের অভিযোগ ওঠে। তবে তদন্তে প্রমাণ না পাওয়ায় রিয়াল তারকা অ্যান্তোনিও রুডিগারের অভিযোগ নিশ্চিত হয়নি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)