ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ডাকসু প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি, প্রশাসনের তদন্ত কমিটি গঠন

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৯:১৫:১০

ডাকসু প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি, প্রশাসনের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদপ্রার্থী বি এম ফাহমিদা আলমকে 'গণধর্ষণের' হুমকির ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ এবং বামপন্থি একাংশের প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. নাইম হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়েছে।

তিন সদস্যের এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া এবং মো. রেজাউল করিম সোহাগ। কমিটিকে সুষ্ঠুভাবে তদন্ত পরিচালনা করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলী হোসেনের একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। ওই পোস্টে আলী হোসেন লিখেছেন, "হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে ‘গণধর্ষণের’ পদযাত্রা করা উচিত।" এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে এবং বিশ্ববিদ্যালয় মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

এই ঘটনা ডাকসু নির্বাচনের পরিবেশ এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত