ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
জাতীয় পার্টির ভূমিকায় প্রশ্ন তুললেন রিজভী

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছেন, যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছে এবং সেই বয়ানে সুর মিলিয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। জনগণ তাদের বিচার দেখতে চায় বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী।
তিনি বলেন, “আমরা সবাই ভুক্তভোগী। ন্যূনতম ৫০০ মামলায় প্রত্যেকে আক্রান্ত। তবে অন্য কারো লাঞ্ছনা আমরা চাই না। কিন্তু যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছে, তাদের জবাবদিহির আওতায় আসা জরুরি।”
জাতীয় পার্টির মহাসচিবের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী প্রশ্ন তোলেন— বিএনপি তো রাষ্ট্রক্ষমতায় নেই, এখনো অবাধ নির্বাচন হয়নি, তাহলে বিএনপির ওপর দায় চাপানোর অর্থ কী? তিনি আরও বলেন, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রকৃত হামলাকারীর পরিচয় নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
রিজভী অভিযোগ করেন, ২০১৪ সালের ভোটে যখন কেন্দ্রে ভোটার ছিল না, তখন জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিল। আবার ২০১৮ সালের নির্বাচনের সময় বিএনপি প্রার্থীদের গ্রেপ্তার করা হলেও তারা ভূমিকা পালন করেনি। তিনি জিএম কাদেরের ভারত সফর নিয়েও সমালোচনা করে বলেন, “আপনারা বাংলাদেশের রাজনৈতিক দল নাকি ভারতের অনুমোদিত প্রতিনিধি?”
তিনি আরও জানান, বিএনপি কখনো ‘মব কালচার’-এ বিশ্বাস করে না এবং উশৃঙ্খল জনতন্ত্রের পক্ষেও নয়। তবে দলটির বিশ্লেষণ আছে— কে ফ্যাসিবাদ রক্ষা করেছে, কারা জনগণের অর্থ পাচারে সহযোগিতা করেছে। রিজভীর ভাষায়, “রক্তপিপাসু শেখ হাসিনার ফ্যাসিবাদকে যারা দীর্ঘদিন টিকিয়ে রেখেছে, জাতীয় পার্টি তাদের অন্যতম।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান রুমন। উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরীসহ আরও অনেকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা