ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
জাতীয় পার্টির ভূমিকায় প্রশ্ন তুললেন রিজভী
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছেন, যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছে এবং সেই বয়ানে সুর মিলিয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। জনগণ তাদের বিচার দেখতে চায় বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী।
তিনি বলেন, “আমরা সবাই ভুক্তভোগী। ন্যূনতম ৫০০ মামলায় প্রত্যেকে আক্রান্ত। তবে অন্য কারো লাঞ্ছনা আমরা চাই না। কিন্তু যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছে, তাদের জবাবদিহির আওতায় আসা জরুরি।”
জাতীয় পার্টির মহাসচিবের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী প্রশ্ন তোলেন— বিএনপি তো রাষ্ট্রক্ষমতায় নেই, এখনো অবাধ নির্বাচন হয়নি, তাহলে বিএনপির ওপর দায় চাপানোর অর্থ কী? তিনি আরও বলেন, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রকৃত হামলাকারীর পরিচয় নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
রিজভী অভিযোগ করেন, ২০১৪ সালের ভোটে যখন কেন্দ্রে ভোটার ছিল না, তখন জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিল। আবার ২০১৮ সালের নির্বাচনের সময় বিএনপি প্রার্থীদের গ্রেপ্তার করা হলেও তারা ভূমিকা পালন করেনি। তিনি জিএম কাদেরের ভারত সফর নিয়েও সমালোচনা করে বলেন, “আপনারা বাংলাদেশের রাজনৈতিক দল নাকি ভারতের অনুমোদিত প্রতিনিধি?”
তিনি আরও জানান, বিএনপি কখনো ‘মব কালচার’-এ বিশ্বাস করে না এবং উশৃঙ্খল জনতন্ত্রের পক্ষেও নয়। তবে দলটির বিশ্লেষণ আছে— কে ফ্যাসিবাদ রক্ষা করেছে, কারা জনগণের অর্থ পাচারে সহযোগিতা করেছে। রিজভীর ভাষায়, “রক্তপিপাসু শেখ হাসিনার ফ্যাসিবাদকে যারা দীর্ঘদিন টিকিয়ে রেখেছে, জাতীয় পার্টি তাদের অন্যতম।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান রুমন। উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরীসহ আরও অনেকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত