ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে রিটকারী নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকির অভিযোগ

২০২৫ সেপ্টেম্বর ০২ ০০:৫৮:১৩

ডাকসু নির্বাচনে রিটকারী নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটকারী এক নারী প্রার্থীকে 'গণধর্ষণের' হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের এক ছাত্রের বিরুদ্ধে।

আলী হুসেন নামে ওই ছাত্র সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে এমন স্ট্যাটাস দেন বলে অভিযোগ। স্ট্যাটাসটি ভাইরাল হওয়ার পর ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা তাকে শিবির দাবি করে শাস্তি চেয়েছেন।

জানা গেছে, আলী হুসেন ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং তিনি সার্জেন্ট জহুরুল হক হলে থাকেন।

তার স্ট্যাটাসে ওই শিক্ষার্থী লেখেন, "হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে (রিটকারী) গণধর্ষণের পদযাত্রা করা উচিত।" ব্র্যাকেটে তিনি আরও লেখেন, "কেউ এসব শব্দচয়ন দেখে সুশীল হইয়েন না, যে একে সাপোর্ট করবে উপরের কথা তার জন্যও প্রযোজ্য।"

এই স্ট্যাটাসের পরপরই ওই শিক্ষার্থী শিবিরের সঙ্গে জড়িত কিনা তা নিয়ে আলোচনা শুরু হয় এবং তিনি পোস্টটি ডিলিট করে দেন। পরবর্তীতে তীব্র সমালোচনার মুখে ওই শিক্ষার্থী ভিডিওবার্তায় ক্ষমা চান।

শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার কথা উঠলে শিবিরের ঢাবি সভাপতি এস এম ফরহাদ ফেসবুকে লেখেন, "রাজনৈতিক এবং আদর্শিক মতবিরোধ থাকবে কিন্তু সেটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়ে কাউকে আক্রমণ করা বা ধ*র্ষ*ণের হুমকি দেওয়া জঘন্য অপরাধ।" তিনি অভিযুক্তের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। তিনি আরও উল্লেখ করেন যে, অভিযুক্ত শিক্ষার্থী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত নন এবং যারা এটার সঙ্গে ছাত্রশিবির নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

কেন্দ্রীয় ছাত্রদলের মানসুরা আলাম ফেসবুকের এক স্ট্যাটাসে লেখেন, "ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকিদাতা আলী হুসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা। সার্জেন্ট জহুরুল হক হল, ২০-২১ সেশন, সমাজবিজ্ঞান বিভাগ জেলা গোয়াইনঘাট, সিলেট। শুধুমাত্র মতের ভিন্নতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিবির নেতা গণধর্ষণের পদযাত্রা করতে চায়। এদের চরিত্র বের হয়ে আসছে।" তিনি আরও লেখেন, "এরকম ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও অনেক আছে। কয়েকদিন আগে ডাকসু প্রার্থী সীমা আক্তার এবং আগে ছাত্রনেত্রীদের নিয়ে বিভিন্ন বাজে কমেন্টও শিবিরের নেতাকর্মীরা করে এসেছে। একবার ভাবেন, এরা ক্ষমতা পেলে কী কী করতে পারে! ৩৬ পৃষ্ঠা ভিসি যদি এই ছেলের ছাত্রত্ব বাতিল না করে তাহলে তাকে পদত্যাগ করতে হবে। নারীর সম্মান রক্ষা প্রশ্নে কোনো আপোষ নেই।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত