ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
শিগগিরই রোডম্যাপ ও দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর : উপদেষ্টা
.jpg)
ডুয়া নিউজ: রাজনৈতিক পরিস্থিতিতে চলমান অনিশ্চয়তার মধ্যে শিগগিরই একটি রোডম্যাপ প্রকাশের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
তিনি বলেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ত্বরান্বিত করার জন্য বর্তমান সরকার কাজ করছে। দেশের রাজনৈতিক অস্থিরতা ইস্যুতে তৌহিদ হোসেন মন্তব্য করেন, বিদেশে বাংলাদেশি রাজনৈতিক দলের শাখাগুলোর মধ্যে শত্রুতা এবং বিরোধী মনোভাব দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশি রাজনৈতিক দলের বিদেশে এত শাখা থাকার কারণে দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে যেসব মিছিল-স্লোগান তথা অসংগঠিত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি জানান।
তৌহিদ হোসেন আরো বলেন, রাজনৈতিক অস্থিরতা দূর হলে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আগমন সহজ হবে। তিনি সম্প্রতি চার মাস ধরে ভারতীয় মিডিয়ার মাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণার কথা উল্লেখ করেন এবং বলেন যে এসব তথ্য ভুল ও ভিত্তিহীন, যা সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে এমন ভাবাবেগ তৈরি করছে।
তিনি বিদেশের বাঙালি প্রবাসীদের সহায়তা সংক্রান্ত অভিযোগগুলো অ্যাড্রেস করেন, বিশেষ করে দূতাবাসগুলোর বিরুদ্ধে। তবে কিছু অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলেও জানান তিনি। প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি রোধে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
এই বক্তব্যগুলো দেশের রাজনৈতিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে নতুন দৃষ্টিভঙ্গি ও আশার বার্তা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস