ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

পিআর ছাড়া ক্ষমতায় যাওয়া দল স্বৈরাচারে পরিণত হবে: গোলাম পরওয়ার

২০২৫ সেপ্টেম্বর ০১ ২১:০৭:১১

পিআর ছাড়া ক্ষমতায় যাওয়া দল স্বৈরাচারে পরিণত হবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করে বলেছেন পিআর পদ্ধতি ছাড়া যারা ক্ষমতায় আসবে তারা স্বৈরাচারে পরিণত হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক বৈঠকে এ কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতি চায়। পিআর ছাড়া যেকোনো দল ক্ষমতায় এলে তারা স্বৈরাচারের পথে চলে যাবে। গত ৫৪ বছরে রাষ্ট্রের প্রতিটি কাঠামো ক্ষয়প্রাপ্ত। বর্তমান কাঠামো অনুযায়ী ক্ষমতায় যাওয়া যেকোনো দল স্বৈরাচারে পরিণত হবে। তাই রাষ্ট্র কাঠামো পরিবর্তন ছাড়া নির্বাচন দেওয়াকে নতুন স্বৈরাচারের জন্ম হিসেবে দেখা যাবে।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে গণফোরাম নেতা গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতি না মানলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আপত্তি নেই, তবে পিআর কার্যকর থাকলে নির্বাচন অবশ্যই এই পদ্ধতিতে হবে।

তিনি বলেন, পিআর ইস্যুতে সব রাজনৈতিক দলকে ডেকে জাতীয় রাজনৈতিক সংলাপ আয়োজন করা উচিত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো সাজানো বা পক্ষপাতদুষ্ট নির্বাচন জনগণ মেনে নেবে না।

তিনি আরও উল্লেখ করেন, যদি কোনো রাজনৈতিক দলের চাপ গণভোটের প্রক্রিয়ায় প্রভাব ফেলে, তবে সেটিকে স্বচ্ছভাবে হালকা করে দেওয়া উচিত। বর্তমানে একটি রাজনৈতিক দল পিআর নিয়ে জনমতকে বিভ্রান্ত করছে।

গোলাম পরওয়ার একটি জরিপের ফল তুলে ধরে বলেন, দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন না করলে, ক্ষমতায় যারা আসবেন, তারা স্বৈরাচারী শাসন চালাতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত