ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

২০২৫ আগস্ট ৩১ ২১:৩৫:৫৫

বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে বহিরাগতরা। এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

রবিবার (৩১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা ধারালো অস্ত্রের ব্যবহারের পাশাপাশি ককটেল বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

এর আগে, দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা তাদের 'কম্বাইন্ড ডিগ্রির দাবি' পূরণ না হওয়ায় বাকৃবির উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করেই শিক্ষার্থীদের ওপর হামলার সূত্রপাত হয়।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, 'কম্বাইন্ড ডিগ্রি' (বিএসসি ইন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি) চালুর দাবিতে তাদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে রবিবার বেলা ১১টায় একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কম্বাইন্ড ডিগ্রি চালুর পাশাপাশি পশুপালন ও ভেটেরিনারি ডিগ্রিও চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা তিনটি ডিগ্রি চালু রাখার সিদ্ধান্ত মেনে নিতে রাজি হননি এবং 'এক পেশায় এক ডিগ্রির' দাবিতে মিলনায়তনে তালা ঝুলিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করেন।

খবর পেয়ে রাত ৮টার দিকে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে উপস্থিত হন। তারা অবরুদ্ধ শিক্ষকদের সেখান থেকে বের করে আনেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী বাধা দিলে শিক্ষকদের মুক্ত করার পরই জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলা চালায়।

নাম প্রকাশ না করার শর্তে পশুপালন অনুষদের এক শিক্ষার্থী জানান, "যৌক্তিক দাবিতে শিক্ষকদের অবরুদ্ধ করায় আমাদের উপর প্রশাসন বহিরাগতদের লেলিয়ে দিয়ে হামলা চালিয়েছে। হামলা চলাকালে শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরিতে আশ্রয় নিলে সেখানেও হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।"

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসাদুজ্জামান সরকার জানান, একাডেমিক কাউন্সিলের সভায় কম্বাইন্ড ডিগ্রির দাবি সর্বসম্মতিক্রমে মেনে নেওয়া হয়েছে। আগামী সেশন থেকে কম্বাইন্ড কোর্সে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে এবং বর্তমান ভর্তি হওয়া শিক্ষার্থীরা চাইলে ভেটেরিনারি, পশুপালন বা কম্বাইন্ড ডিগ্রি বেছে নিতে পারবে।

প্রসঙ্গত, এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাড়া বাসার দারোয়ানের হাতে এক ছাত্রী মারধরের ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে সহ-উপাচার্য (প্রশাসন), প্রক্টর এবং অন্তত ১৮০ জন শিক্ষার্থী আহত হন। সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ