ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

জিয়া হলের শিক্ষার্থীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার জিএস প্রার্থী ইমরানের

২০২৫ আগস্ট ৩১ ২০:২৫:৩৬

জিয়া হলের শিক্ষার্থীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার জিএস প্রার্থী ইমরানের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদ থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শেখ মো. ইমরান হোসেন।

ইমরান জানান, তার ব্যালট নাম্বার ৫। “আমার অঙ্গীকার, আপনার জন্য, আমাদের জন্য” স্লোগান সামনে রেখে তিনি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, বৈষম্যমুক্ত ও আধুনিক আবাসিক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

তার নির্বাচনী প্রতিশ্রুতিতে স্থান পেয়েছে—হলের প্রতিটি শিক্ষার্থীর মৌলিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতকরণ; ক্যারিয়ার ক্লাব গঠন, চাকরির প্রস্তুতি ও দক্ষতা উন্নয়ন; অপ-রাজনীতি ও বৈষম্য বন্ধ; ডিজিটাল নিরাপত্তা জোরদার ও সিসি ক্যামেরা মনিটরিং; ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার প্রসার করা।

এ বিষয়ে শেখ মো. ইমরান হোসেন বলেন, “আমার লক্ষ্য হলো একটি স্মার্ট, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব আবাসন নিশ্চিত করা—যেখানে প্রতিটি শিক্ষার্থী সমান সুযোগ-সুবিধা ভোগ করবে।”

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ