ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর বিরুদ্ধে ছাত্রদল প্যানেলের অভিযোগ

২০২৫ আগস্ট ৩১ ২০:০০:৩৮

‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর বিরুদ্ধে ছাত্রদল প্যানেলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। অভিযোগটি রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং দপ্তরে লিখিতভাবে জমা দেওয়া হয়।

লিখিত অভিযোগের পর সংবাদ সম্মেলনে ছাত্রদল–সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির পরিচালিত ফোকাস কোচিংয়ে ঢাবির প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী সহ অন্যান্যরা বক্তৃতা দেন এবং ভোট চাইছেন।

আবিদুল ইসলাম অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো ভোটারকে খাদ্য বা উপহার দেওয়া যায় না। তবে শিবির সমর্থিত প্যানেল প্রার্থীরা এসব নিয়ম ভঙ্গ করে শিক্ষার্থীদের প্রভাবিত করেছেন। তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপের বিরুদ্ধে এটি আমাদের তৃতীয় অভিযোগ। এই গ্রুপগুলো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে।”

নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় চার দিন ছুটি ঘোষণা করলেও শুক্র ও শনিবার মিলিয়ে মোট ছয় দিন বন্ধ থাকায় অনাবাসিক ছাত্র-ছাত্রীদের ভোট দানে অসুবিধা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আবিদুল ইসলাম।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ