ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স: দাম ও ফিচারে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: অ্যাপল আগামী ৯ সেপ্টেম্বর তাদের নতুন আইফোন ১৭ সিরিজ উন্মোচন করতে চলেছে। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির কুপারটিনোতে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত ইভেন্টটি অনুষ্ঠিত হবে। নতুন সিরিজে আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স – এই চারটি মডেল বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে প্রো মডেলগুলি, বিশেষ করে আইফোন ১৭ প্রো ম্যাক্স, প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়তে চলেছে।
মার্কিন শুল্কের কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্সের দাম ৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আইফোন ১৭ প্রো-এর প্রাথমিক দাম ১ হাজার ৪৯ ডলার এবং আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম ১ হাজার ২৪৯ ডলার হতে পারে।
আইফোন ১৭ প্রো সিরিজে ডিজাইনে বড়সড় পরিবর্তন আসছে। পেছনের চিরাচরিত চৌকো ক্যামেরা আইল্যান্ড বাদ দিয়ে একটি নতুন অনুভূমিক ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এবার টাইটানিয়াম ফিনিশের পরিবর্তে অর্ধেক গ্লাস এবং অর্ধেক অ্যালুমিনিয়ামের বডি ব্যবহার করা হতে পারে। নতুন একটি উজ্জ্বল কমলা রঙের ভ্যারিয়েন্ট যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কালো, সাদা, ধূসর এবং নীল রঙের পাশাপাশি পাওয়া যাবে।
ডিসপ্লের আকারের দিক থেকে আইফোন ১৭ প্রো ৬.৩ ইঞ্চি এবং প্রো ম্যাক্স ৬.৮ ইঞ্চি হবে, যা আগের মডেলগুলির মতোই। তবে এবার স্ক্রিনে অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং যুক্ত হতে পারে, যা ঝলক কমাবে এবং ডিসপ্লের স্থায়িত্ব বাড়াবে। ডাইনামিক আইল্যান্ডও আরও ছোট হওয়ার সম্ভাবনা আছে।
নতুন সিরিজে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে, যা আগের ১২ মেগাপিক্সেল সেন্সরের চেয়ে দ্বিগুণ শক্তিশালী। টেলিফটো লেন্সে একটি ৪৮ মেগাপিক্সেলের নতুন সেন্সর যুক্ত হতে পারে। ফলে প্রো মডেলগুলোতে মোট ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যা ফটোগ্রাফির অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
আইফোন ১৭ প্রো ম্যাক্সে ৫ হাজার এমএএইচ (mAh) ব্যাটারি থাকতে পারে, যা গত বছরের ৪,৬৭৬ এমএএইচ ব্যাটারির তুলনায় একটি বড় উন্নতি। প্রথমবারের মতো রিভার্স ওয়্যারলেস চার্জিং যুক্ত হতে পারে। তারযুক্ত চার্জিং ৪৫ ওয়াট এবং ওয়্যারলেস চার্জিং ২৫ ওয়াট হবে বলে আশা করা হচ্ছে।
নতুন প্রো মডেলগুলি টিএসএমসি-র ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এ১৯ প্রো চিপসেট দ্বারা চালিত হবে। এর সঙ্গে থাকবে ১২ জিবি র্যাম। এই আপগ্রেডের ফলে মাল্টি-টাস্কিং এবং নতুন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলি আরও দ্রুত ও মসৃণভাবে কাজ করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- ব্যাংকিং খাতে এমডিদের পদত্যাগের ঢেউ: সুশাসনের সংকট স্পষ্ট