ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

প্রধান উপদেষ্টাকে নিয়ে তীব্র সমালোচনা এনসিপি নেত্রীর

২০২৫ আগস্ট ৩১ ১৬:৩৫:০৯

প্রধান উপদেষ্টাকে নিয়ে তীব্র সমালোচনা এনসিপি নেত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্যবসাটা ভালো বোঝেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টা নিজের লোকজনকে আগামী ১০০ বছরের জন্য খাওয়ার ব্যবস্থা ফাইনাল করে ফেলেছেন।

রবিবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন,

“মাথা নত করারও একটা লেভেল থাকে।তবে ব্যবসাটা ভালো বুঝছে পাগলায় (ড. মুহাম্মদ ইউনূস)।”

ডা. মিতু আরও লেখেন,

“গ্রামীণ ইউনিভার্সিটি পাস করছে, হাসপাতাল করা, কর মওকুফ, বছর বছর ধরে তার এনজিও বন্ধুদের এম্পাওয়ার করা মানে নিজের লোকজনকে আগামী ১০০ বছর খাওয়ার ব্যবস্থা সিস্টেমে ফাইনাল করছে। উনাকে দেখে মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের আমি ঘৃণা করা শিখেছি।”

এনসিপি নেত্রীর এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই কমেন্ট বক্সে বিস্তারিত জানতে চান। পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত