ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
বে লিজিংয়ের নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে ব্যাপক লোকসানে থাকা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (বিএলআই)-এ নিজেদের অংশীদারত্ব বাড়াতে যাচ্ছেন ব্যবসায়ী রায়হান কবির। তার এই শেয়ার অধিগ্রহণের ঘোষণার পর কোম্পানিটির শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা বিনিয়োগকারীদের মাঝে নতুন আগ্রহ তৈরি করেছে।
গত ২৮ আগস্ট রায়হান কবির ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-কে জানান যে, তিনি কোম্পানিটির আরও ১৫ লাখ শেয়ার কিনবেন। এই ঘোষণার পর শেয়ারের দাম ৮.১১ শতাংশ বেড়ে ৪ টাকা হয়েছে।
রায়হান কবির ইতিমধ্যেই বে লিজিংয়ের একজন স্পন্সর শেয়ারহোল্ডার। বর্তমানে তিনি ১৩ লাখ ২৬ হাজার শেয়ারের মালিক। নতুন করে এই শেয়ার কেনার পর তার মোট শেয়ারের পরিমাণ দাঁড়াবে ২৮ লাখ ২৬ হাজার, যা তাকে কোম্পানির ২ শতাংশ শেয়ারহোল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করবে। নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী, একটি কোম্পানির পরিচালক হতে হলে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক। বাজার সংশ্লিষ্টদের মতে, রায়হান কবির এই সংকটাপন্ন আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক এবং সম্ভাব্য চেয়ারম্যান পদটির দিকে নজর দিয়েছেন।
এই ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন গত ২৮ আগস্ট রায়হান কবিরের মা সুরাইয়া বেগম-এর চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ হয়েছে। তিনি এখনো ৩৩ লাখ ৭৩ হাজার শেয়ারের মালিক হলেও বর্তমানে তিনি আর কোম্পানির পরিচালক পদে নেই। তার বাবা আলমগীর কবিরের একসময় ১ হাজার ৮৮৪টি শেয়ার ছিল, যা তিনি পরে বিক্রি করে দেন।
বর্তমানে বে লিজিংয়ে কোনো চেয়ারম্যান নেই। কোম্পানি সূত্র জানিয়েছে, বর্তমান পর্ষদে একজন শেয়ারহোল্ডার পরিচালক এবং দুইজন স্বতন্ত্র পরিচালক রয়েছেন। পরবর্তী সভায় একজন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কথা।
তবে ভেতরের খবর অনুযায়ী, রায়হান কবির পর্ষদের বৈঠক এবং চেয়ারম্যান নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন, যাতে তার নেতৃত্বে আসার পথ প্রশস্ত হয়। এই বিষয়ে রায়হান কবির সংবাদ মাধ্যমকে বলেন, "আমি একজন স্পন্সর হিসেবে আমার শেয়ারের পরিমাণ বাড়াচ্ছি। এই মুহূর্তে পরিচালক হওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে বর্তমান পর্ষদ আমাকে যোগদানের আমন্ত্রণ জানালে আমি তখন বিষয়টি বিবেচনা করব।"
বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী, রায়হান কবিরের ব্যবসায়িক লেনদেন প্রায়ই বিতর্কিত। ২০২০ সালে তিনি সাউথইস্ট ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান থেকে ২০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন বলে অভিযোগ আছে। একই সময়ে তিনি সাউথইস্ট ব্যাংকের ২৪ মিলিয়নের বেশি শেয়ার কিনেছিলেন, যে ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তার বাবা আলমগীর কবির। পরে তিনি সাউথইস্ট ব্যাংকের পরিচালক হন, যদিও কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক কর্মীদের পরিচালক হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। রায়হান কবির ২০০৪ সালে সাউথইস্ট ব্যাংকে কর্মজীবন শুরু করেছিলেন এবং ২০২২ সালের জুন পর্যন্ত ব্যাংকের অডিট কমিটিতে ছিলেন এরপর বাংলাদেশ ব্যাংকের নির্দেশে তাকে পদত্যাগ করতে হয়।
রায়হান কবিরের বাবা আলমগীর কবিরও সমালোচনার বাইরে নন। তিনি নভেম্বরে বে লিজিংয়ের শেয়ার নিয়ে ইনসাইডার ট্রেডিংয়ের জন্য ১২ কোটি টাকা জরিমানা দিয়েছিলেন। চলতি বছরের জুলাইয়ে একটি ঢাকা আদালত তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কারণে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। একই সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিডি থাই ফুড-এর প্রি-আইপিও শেয়ার কেনার সঙ্গে যুক্ত অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করছে।
এদিকে, বে লিজিং নিজেই গভীর আর্থিক সংকটে ভুগছে। কোম্পানিটি ২০২৪ সালে ৪৪ কোটি টাকা লোকসান করেছে, যা গত বছরের তুলনায় ৪২৯ শতাংশ বেশি। বিপুল পরিমাণ ঋণ খেলাপি হয়ে যাওয়ায় এবং ঋণগ্রহণের খরচ বেড়ে যাওয়ায় তাদের মূল ব্যবসা, অর্থাৎ নিট সুদ থেকে আয় কমে গেছে। ফলে পরিচালনা পর্ষদ গত বছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। ২০২৪ সালের শেষে, কোম্পানির শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬৬৬ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৮০ শতাংশ। ২০২৫ সালের প্রথমার্ধেও লোকসানের ধারা অব্যাহত ছিল, যার পরিমাণ ছিল ৪২ কোটি টাকা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম