ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
‘সকল ধর্মের মানুষ এক হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে’
ডুয়া ডেস্ক: গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে। বাংলাদেশে কেউ যেন নিজেকে বঞ্চিত বা সমাজের মূল ধারার বাইরে মনে না করেন সেটাই নিশ্চিত করতে চান তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকার এই লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর উত্তরায় বৌদ্ধ মহাবিহার চত্বরে বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ বৌদ্ধ সর্বজনীন মহাশ্মশানের ভিত্তি স্থাপন’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সভাপতি দীপাল চন্দ্র বড়ুয়া। বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, শ্রীলঙ্কার হাইকমিশনার মি. ধর্মপালা ওইয়ারাকোদ্দি, নরওয়ের রাষ্ট্রদূত হাকন অ্যারাল্ড গুলব্রানসেন, ও রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার।
আদিলুর রহমান খান আরও উল্লেখ করেন, “জুলাইয়ের ৩৬ দিনের আন্দোলনে সকল ধর্মের তরুণেরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাঁদের দেখানো স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন যে, সরকারের চেষ্টা রয়েছে সামাজিক সমতা প্রতিষ্ঠা ও অবহেলিত নানা প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য।
ড. আ ফ ম খালিদ হোসেন জানান যে, প্রাচীনকালে বৌদ্ধদের শাসনাধীন ছিল এদেশের জনপদ। বর্তমানে বাংলাদেশের অর্থায়নে নেপালের লুম্বিনীতে একটি বৌদ্ধ বিহার ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রকল্পে কাজ চলছে।
তিনি আরও বলেন, সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার জানান, মহাশ্মশানের জন্য জায়গা বরাদ্দের নির্দেশ প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকার দিয়েছে এবং ইতোমধ্যে যথাযথ জায়গার ব্যবস্থা করা হয়েছে। রাজউক ঢাকার উত্তরায় ১৬ নম্বর সেক্টরে ২৩ কাঠার প্লট বাংলাদেশ বৌদ্ধ সমিতির জন্য বরাদ্দ দিয়েছে যাতে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা অন্তিম শেষকৃত্য সম্পন্ন করতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ