ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

গোল করে শুরু, শেষটা হতাশার—এশিয়া কাপে

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ২৯ ১৫:৪৩:৪৫
গোল করে শুরু, শেষটা হতাশার—এশিয়া কাপে

ভারতের বিহারের রাজগিরে এশিয়া কাপ হকি টুর্নামেন্টের সূচনা ম্যাচে গোল করে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার মেনেছে বাংলাদেশ। আজ শুক্রবার (২৯ আগস্ট) মালয়েশিয়ার বিপক্ষে ৪-১ গোলে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

খেলার শুরু থেকেই মালয়েশিয়া প্রাধান্য দেখালেও বাংলাদেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে নামে। প্রথম কোয়ার্টার শেষ হয় গোলশূন্য সমতায়। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন স্পেশালিস্ট আশরাফুল ইসলাম।

তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। দ্বিতীয় কোয়ার্টারেই মালয়েশিয়া সমতায় ফেরে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় মালয়েশিয়া। একে একে তারা ২৫, ৩৬, ৪৮ ও ৫৪ মিনিটে মোট চারটি গোল করে। এর মধ্যে তিনটি ছিল ফিল্ড গোল, একটি এসেছে পেনাল্টি কর্নার থেকে।

মধ্য বিরতির পর বাংলাদেশের রক্ষণভাগ ধসে পড়ে। মালয়েশিয়া আক্রমণের ধার বাড়িয়ে দেয়, এবং বাংলাদেশের খেলোয়াড়েরা তেমন কোনো জবাব দিতে পারেনি। শেষ কোয়ার্টারে আরও দুটি গোল করে মালয়েশিয়া সহজ জয় নিশ্চিত করে নেয়।

বাংলাদেশের প্রস্তুতি সময় কম হলেও লড়াইয়ের চেষ্টা ছিল। তবে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ধৈর্য ও পরিকল্পনার ঘাটতি চোখে পড়ে।

আগামীকাল শনিবার (৩০ আগস্ট) দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে চায়নিজ তাইপের। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ সেপ্টেম্বর, যেখানে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া—যারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট।

বাংলাদেশ দলের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। জয়ের ধারায় ফিরতে হলে দ্রুত ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত