ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
তদন্তের জালে আল-মদিনা ফার্মার ব্যবসায়িক কার্যক্রম

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই প্ল্যাটফর্মের কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আর্থিক কার্যক্রম ও নথিপত্র খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও মূলধন বাজারে সুশাসন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
তদন্ত কমিটি গঠন
বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ সম্প্রতি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন—বিএসইসির উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, সহকারী পরিচালক এ কে এম ফারুক আলম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ম্যানেজার মো. শহিদুল ইসলাম প্রামাণিক।কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
কমিটির খতিয়ে দেখার বিষয়
তদন্তকারীরা আল-মদিনার কারখানা, প্রধান কার্যালয়, হিসাব বই, ব্যাংক লেনদেন, বিনিয়োগ মূল্যায়ন এবং সংশ্লিষ্ট রেকর্ড যাচাই করবেন। বিশেষ করে—
◉ কিউআইও’র মাধ্যমে সংগৃহীত অর্থ কোথায় ব্যয় হয়েছে
◉ কোনো সম্পর্কিত পক্ষের লেনদেন হয়েছে কি না
◉ নগদ অর্থ ও অব্যবহৃত তহবিল সঠিকভাবে হিসাবভুক্ত আছে কি না
◉ প্রসপেক্টাস অনুযায়ী অর্থ ব্যবহার করা হয়েছে কি না।
এসব বিষয় বিস্তারিত পর্যালোচনা করা হবে। প্রয়োজনে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ও কমিটির আওতায় আসবে।
নতুন কমিশনের কঠোর অবস্থান
বিগত সরকারের সময়ে অনেক কোম্পানি আইন ভঙ্গ করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বর্তমান কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে নতুন কমিশন অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে কমিশনের কর্মকর্তারা।
কোম্পানির আর্থিক অবস্থা
কোম্পানির সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস। তবে এ সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমে দাঁড়ায় ৮৭ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৫৭ পয়সা। কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩৯ পয়সা।
শেয়ার ধারণ অবস্থা
২০২৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির পরিশোধিত মূলধন ২০ কোটি ৪০ লাখ টাকা এবং মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৪ লাখ। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৬৯.৮৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.৪৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৪.৬৬ শতাংশ শেয়ার। ২০২৫ সালের ২৮ আগস্ট কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩৪ টাকা ৬০ পয়সায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও