ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
ঢাকা মেডিকেলে জুলাই অভ্যুত্থানের ৬ বেওয়ারিশ লাশের সন্ধান
                                    ডুয়া ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬টি অজ্ঞাত লাশ এখনও ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক মর্গে সংরক্ষিত রয়েছে। এসব লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে যার মধ্যে ৫ জনের মৃত্যুকে ‘আঘাতজনিত কারণে মৃত্যু’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, একজনের (এনামুল) মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘ডিজাস্টার থেকে নিচে পড়ে মৃত্যু’।
লাশগুলো সম্পর্কে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ৬ জনের মধ্যে রয়েছেন: অজ্ঞাতনামা পুরুষ (২০ বছর), অজ্ঞাতনামা পুরুষ (২৫ বছর), অজ্ঞাতনামা পুরুষ (২২ বছর), অজ্ঞাতনামা মহিলা (৩২ বছর), অজ্ঞাতনামা পুরুষ (৩০ বছর) এবং এনামুল (২৫ বছর)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বেওয়ারিশ লাশগুলো মরদেহের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছে। তারা জোর দিয়েছেন এই বয়সের কেউ যদি নিখোঁজ হয়ে থাকে তাহলে তাদের পরিবারের সদস্যদের জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান করা হচ্ছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল, ঢাকা মেডিকেলে নিহত ৬টি অজ্ঞাত লাশের বিষয়ে তদন্ত করতে গিয়ে এই তথ্য আবিষ্কার করেছে। আজ সকালে সেলের একটি টিম শাহবাগ থানায় গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর নিশ্চিত করেছেন যে এই ছয়টি লাশ এখনও মর্গের হিমাগারে রয়েছে। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে লাশগুলো পরিদর্শন করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে এবং মৃতদেহের পরিহিত আলামতও সংগৃহীত হয়েছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে যে, এই লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের শিকার। তবে কবে এবং কোন তারিখে এই লাশগুলো আদালতে আনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়নি।
“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবারও অনুরোধ জানাচ্ছে যে, বেওয়ারিশ লাশগুলো পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকে, তাহলে তাদের পরিবারের সদস্যদের থেকে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে (যোগাযোগ নম্বর: 01621324187)।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)