ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সিইসির সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক আজ    

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৮ ১৩:০৫:৪০







সিইসির সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক আজ




 



 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসনের এক গুরুত্বপূর্ণ বৈঠক আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে, সিইসির নিজ কার্যালয়ে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ, এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

এই বৈঠকটি রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত নতুন নির্বাচন কমিশনের সঙ্গে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কূটনীতিকের আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে যাচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহ এবং প্রত্যাশা বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ, মানবাধিকার, ভোটাধিকার এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়ে আসছে।

বৈঠক শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত