ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

ডিএমপির ডিবিতে নতুন নেতৃত্ব

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৭ ১৯:৪৯:৩৩
ডিএমপির ডিবিতে নতুন নেতৃত্ব

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি মো. শফিকুল ইসলাম। তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) পদমর্যাদা থেকে এই পদে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

মো. শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ডিআইজি পদে পদোন্নতির আগে তিনি হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৯৯ সালে তিনি ১৮তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন।

ক্যারিয়ারের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে কর্মরত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত