ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

৪৯তম বিশেষ বিসিএসে আবেদনের সংখ্যা জানালো পিএসসি

ডুয়া নিউজ- চাকরি
২০২৫ আগস্ট ২৭ ১৮:০৫:৫২
৪৯তম বিশেষ বিসিএসে আবেদনের সংখ্যা জানালো পিএসসি

শিক্ষা ক্যাডার নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসে ৩ লাখ ১২ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিসিএসে ৬৮৩টি প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। প্রতি পদের জন্য গড়ে ৪৫৬টি আবেদন পড়েছে।

বিশেষ বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় না। প্রার্থীকে ২০০ নম্বরের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে। পিএসসি সূত্র জানায়, লিখিত পরীক্ষা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সঠিক তারিখ নির্ধারণ করা হলে তা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পিএসসি গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছে। আবেদন সম্পন্ন প্রার্থীদের জন্য ফি পরিশোধের শেষ সময় ছিল ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদন ফি সাধারণ প্রার্থীদের জন্য ২০০ টাকা, এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বয়সসীমা রাখা হয়েছে ২১ থেকে ৩২ বছর।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত