ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় ছয় সৈন্য নি হ ত

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ২৭ ১২:৫৫:৩৭
সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় ছয় সৈন্য নি হ ত

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চল আল কিশওয়াহ এলাকায় বুধবার ভোরে ইসরাইলি ড্রোন হামলায় ছয় সিরীয় সেনা নিহত হয়েছে। সিরীয় রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল আখবারিয়ার বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানিয়েছে।

গত বছর ডিসেম্বরে বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইল একের পর এক হামলা চালাচ্ছে। ১৯৭৪ সালে স্বাক্ষরিত সিরিয়া-ইসরাইল বিচ্ছিন্নতা চুক্তি লঙ্ঘন করে ইসরাইল গোলান মালভূমির বাফার জোন দখল করেছে।

সিরীয় পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ইসরাইল বাফার জোনে গোয়েন্দা কেন্দ্র ও সামরিক ঘাঁটি গড়ে তোলার পাশাপাশি হেরমন পাহাড় দখলের জন্য অর্ধশতাধিক সেনা সিরিয়ায় পাঠিয়েছে। এই পাহাড় থেকে লেবানন ও সিরিয়ার দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণে রাখা সহজ হওয়ায় এর কৌশলগত গুরুত্ব অনেক বেশি বলে বিশ্লেষকরা মনে করেন।

ইসরাইল এই অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

চলতি মাসের শুরুর দিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘গ্রেটার ইসরাইল’ ধারণার কথা বলেছেন, যার মধ্যে গাজা, পশ্চিম তীর এবং সিরিয়া, লেবানন, মিসর ও জর্ডানের কিছু অংশ নিয়ে বিস্তৃত এক বৃহৎ অঞ্চল অন্তর্ভুক্ত থাকবে। এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে আরব লীগসহ ৩১টি মুসলিম দেশ একটি যৌথ বিবৃতিতে এটিকে আন্তর্জাতিক আইন ও স্থিতিশীল সম্পর্কের লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে।

সিরিয়ায় ইসরাইলের সাম্প্রতিক হামলা ঘটল দ্রুজ সম্প্রদায়ের অধ্যুষিত সুয়াইদা প্রদেশে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষের পরপরই। গত মাসে এই সংঘর্ষে প্রায় ১,৪০০ জন প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতির পর পরিস্থিতি শান্ত হলেও, ইসরাইল দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার অজুহাতে সিরীয় সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত