ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

পোশাক মালিকদের বকেয়া পরিশোধের আশ্বাস দিলেন গভর্নর

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ আগস্ট ২৬ ২২:৪৯:৫২
পোশাক মালিকদের বকেয়া পরিশোধের আশ্বাস দিলেন গভর্নর

দেশের সংকটাপন্ন পাঁচটি ব্যাংকের কাছে আটকে থাকা রপ্তানি আয় সরাসরি রপ্তানিকারকদের পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এই ব্যাংকগুলোর তারল্য সংকটের কারণে দেশের তৈরি পোশাক খাত তীব্র সমস্যায় পড়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে গভর্নর এই সমাধানের কথা জানান।

গভর্নর বলেন, “রপ্তানিকারকদের জরুরি আর্থিক চাহিদা মেটাতে সাময়িকভাবে ব্যাংকগুলোর গ্রাহকদের প্রাপ্য টাকা পরিশোধের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে সমস্যাটির একটি স্থায়ী ও চূড়ান্ত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, এই সংকটের কারণে বর্তমানে ২০০টিরও বেশি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান চরম আর্থিক সমস্যায় পড়েছে। তিনি বলেন, “ব্যাংকগুলোতে তারল্য সংকট এতটাই প্রকট যে, রপ্তানি আয় এলেও তা সময়মতো পরিশোধ করা হচ্ছে না। এমনকি নতুন ঋণপত্রও (এলসি) খোলা সম্ভব হচ্ছে না।” এর ফলে কারখানাগুলো শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো দিতে পারছে না, যা শ্রমিক অসন্তোষের ঝুঁকি বাড়াচ্ছে।

বিজিএমইএ নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই সমস্যার দ্রুত সমাধান না হলে অনেক কারখানা রুগ্ন শিল্পে পরিণত হবে এবং হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। এছাড়া, আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, যা দেশের প্রধান রপ্তানি খাতের জন্য দীর্ঘমেয়াদী অশনি সংকেত।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত