ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
পোশাক মালিকদের বকেয়া পরিশোধের আশ্বাস দিলেন গভর্নর
দেশের সংকটাপন্ন পাঁচটি ব্যাংকের কাছে আটকে থাকা রপ্তানি আয় সরাসরি রপ্তানিকারকদের পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এই ব্যাংকগুলোর তারল্য সংকটের কারণে দেশের তৈরি পোশাক খাত তীব্র সমস্যায় পড়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে গভর্নর এই সমাধানের কথা জানান।
গভর্নর বলেন, “রপ্তানিকারকদের জরুরি আর্থিক চাহিদা মেটাতে সাময়িকভাবে ব্যাংকগুলোর গ্রাহকদের প্রাপ্য টাকা পরিশোধের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে সমস্যাটির একটি স্থায়ী ও চূড়ান্ত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, এই সংকটের কারণে বর্তমানে ২০০টিরও বেশি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান চরম আর্থিক সমস্যায় পড়েছে। তিনি বলেন, “ব্যাংকগুলোতে তারল্য সংকট এতটাই প্রকট যে, রপ্তানি আয় এলেও তা সময়মতো পরিশোধ করা হচ্ছে না। এমনকি নতুন ঋণপত্রও (এলসি) খোলা সম্ভব হচ্ছে না।” এর ফলে কারখানাগুলো শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো দিতে পারছে না, যা শ্রমিক অসন্তোষের ঝুঁকি বাড়াচ্ছে।
বিজিএমইএ নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই সমস্যার দ্রুত সমাধান না হলে অনেক কারখানা রুগ্ন শিল্পে পরিণত হবে এবং হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। এছাড়া, আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, যা দেশের প্রধান রপ্তানি খাতের জন্য দীর্ঘমেয়াদী অশনি সংকেত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি