ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
শেয়ারবাজারে ভুয়া লোভ দেখিয়ে টাকা হাতাচ্ছে সংঘবদ্ধ চক্র
শেয়ারবাজারে অস্বাভাবিক মুনাফার লোভ দেখিয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ডিএসই’র অনুমোদিত প্রতিনিধি পরিচয়ে মানুষকে প্রলুব্ধ করছে। নারায়ণগঞ্জভিত্তিক একটি দলকে ইতোমধ্যে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা।
ডিএসই’র সতর্কবার্তা
মঙ্গলবার (২৬ আগস্ট) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের এক সংবাদ সম্মেলনে ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, প্রথমে সামান্য বিনিয়োগে কিছু মুনাফা দেখিয়ে বিশ্বাস অর্জন করে চক্রটি। পরে বিনিয়োগকারীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে গা ঢাকা দেয়।
প্রতারণার কৌশল
উদাহরণ টেনে আসাদুর রহমান বলেন, “প্রথমে তারা ৪ হাজার টাকা নিয়ে ২ হাজার টাকা মুনাফা ফেরত দেয়। পরে টেকনিক্যাল সমস্যার কথা বলে ৪০ হাজার টাকা দাবি করে। আবারও একই অজুহাতে আরও টাকা চায়। কিন্তু শেষ পর্যন্ত টাকা নিয়েই নম্বর বন্ধ করে দেয়।”
ভুয়া পরিচয়ে বিভ্রান্তি
আসাদুর রহমান বলেন, চক্রটি ভুয়া লোগো, ঠিকানা ও সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে। তিনি জানান, প্রতারণার বিষয়ে ইতোমধ্যে খিলক্ষেত থানায় অভিযোগ এবং সাধারণ ডায়েরি করা হয়েছে। বিএসইসিকে বিষয়টি জানানো হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টগুলো নজরদারিতে আনা হয়েছে।
বিনিয়োগকারীদের জন্য পরামর্শ
ডিএসই’র ভারপ্রাপ্ত এমডি বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, “লাইসেন্সপ্রাপ্ত ব্রোকার, ডিলার বা অনুমোদিত মোবাইল অ্যাপ ছাড়া অন্য কোনো মাধ্যমে লেনদেন করবেন না। কেউ যদি লোভনীয় প্রস্তাব দেয়, আগে ডিএসই, সিএসই বা বিএসইসির ওয়েবসাইটে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন।”
আইনগত ব্যবস্থা
তিনি আরও জানান, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সক্রিয় করা হয়েছে। প্রতারকদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি প্রতারকদের প্রতি আহ্বান জানান, “যদি কারও টাকা নিয়ে থাকেন, ফেরত দিন।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র সিআরও শফিকুল ইসলাম ভূঁইয়া এবং বিএসইসির মুখপাত্র ও পরিচালক আবুল কালাম।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ