ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ডিভিডেন্ড ঘোষণা করেছে ৮ প্রতিষ্ঠান
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো হলো- প্রিমিয়ার লিজিং, সালভো কেমিক্যাল, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড এবং সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য কোম্পানিটি স্পন্সর এবং পরিচালক ব্যতীত সকল সাধারণ শেয়ারহোল্ডারের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে।
২০২৪ সালে ট্রাস্ট ইসলামী লাইফের শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২০ পয়সা, যা ২০২৩ সালের শেষে ছিল ২১ পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ১৩ পয়সা এবং শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬১ পয়সা। ২০২৩ সালের ডিসেম্বরে এই অঙ্কগুলো ছিল যথাক্রমে ১১ টাকা ৩৭ পয়সা এবং ২ টাকা ৭ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (অএগ) আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর। এজিএম-এর স্থান পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্যালভো কেমিক্যালস
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৬৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ সেপ্টেম্বর।
প্রিমিয়ার লিজিং
কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত ২০২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৭ টাকা ৫০ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ২৮ টাকা ৫৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৭৪ টাকা ৩৬ পয়সায়।
এদিকে ঘোষিত ‘নো ডিভিডেন্ড’ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৫ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে প্রিমিয়ার লিজিংয়ের পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।
রিলায়েন্স ওয়ান
২০২৪-২৫ অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের অর্থবছরে ইপিইউ ছিল ৪০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১০ টাকা ৪৭ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ছিল ১১ টাকা।
এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড
২০২৪-২৫ অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিউ) হয়েছে ৪৩ পয়সা। আগের অর্থবছরে ইউনিটপ্রতি লোকসান ছিল ৭০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৯ টাকা ৭৪ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ছিল ১১ টাকা ৫৪ পয়সা।
এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড
ফান্ডটি ২০২৪-২৫ অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ৮৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ৯ টাকা ১০ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ছিল ১০ টাকা ৯৫ পয়সা।
সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
২০২৪-২৫ অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ওই অর্থবছরে ইউনিটপ্রতি লোকসান হয়েছে ৭১ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৭ টাকা ৯৬ পয়সা।
সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটি ২০২৪-২৫ অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে ফান্ডটির ওই অর্থবছরে ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৫ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৭ টাকা ৬৬ পয়সা ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, দেখুন ফলাফল-LIVE
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- চলছে ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ আজ: ভারত থেকে খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে