ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় তুরস্ক

ডুয়া নিউজ: তুরস্ক বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ওঅবকাঠামোখাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, বিনিয়োগের কার্যকর দিকগুলো উন্মোচনে এখন বৈঠকে বসবে জয়েন্ট ইকোনমিক কমিশন।
আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেছেন, তুরস্ক নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ শিল্প, অবকাঠামো ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ তুরস্কে ৫০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে এবং তুরস্ক থেকে ৪৫০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, যা নির্দেশ করছে যে বাংলাদেশে তুরস্কের দিকে একটু বেশি রপ্তানি হচ্ছে এবং কম আমদানি হচ্ছে। উল্লেখ্য, গত বছর তুরস্কে রপ্তানি ৩০ শতাংশ বেড়েছে।
উপদেষ্টা আরো বলেন, তুরস্ক এবং বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ২৭ কোটি, যা বিবেচনায় নিলে দুদেশের বাণিজ্যের বর্তমান আকার যথেষ্ট নয়। তাই আমরা মনে করি, বাণিজ্যের আকার আরও ব্যাপকভাবে বাড়ানোর সুযোগ রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমরা কয়েকটি খাত চিহ্নিত করেছি। অর্জনের জন্য জয়েন্ট ইকোনমিক কমিশনের মাধ্যমে আলোচনা করে কার্যকর খাতগুলো নির্ধারণ করা হবে।
বর্তমানে বাংলাদেশে তুরস্কের প্রায় ৩০ কোটি ডলারের বিনিয়োগ রয়েছে, যার মধ্যে এলপিজি, সিঙ্গার ইলেকট্রনিক্স এবং কোকাকোলা বোতলিংয়ে বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া সেবা খাতেও তারা বিনিয়োগ করেছে।
বৈঠকের সময় তুরস্ক সামরিক সরঞ্জাম উৎপাদন খাতেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বশির মনে করেন, তুরস্ক বছরে ৮ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম রপ্তানি করে এবং তারা জুতসই সামরিক সরঞ্জামের জন্য বিনিয়োগ করতে আগ্রহী, যা আমাদের জন্যও গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে জয়েন্ট ইকোনমিক কমিশনে আরও বিস্তারিত আলোচনা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ৫২ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় শেয়ারবাজারের ৯ কোম্পানি