ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় তুরস্ক

ডুয়া নিউজ: তুরস্ক বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ওঅবকাঠামোখাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, বিনিয়োগের কার্যকর দিকগুলো উন্মোচনে এখন বৈঠকে বসবে জয়েন্ট ইকোনমিক কমিশন।
আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেছেন, তুরস্ক নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ শিল্প, অবকাঠামো ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ তুরস্কে ৫০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে এবং তুরস্ক থেকে ৪৫০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, যা নির্দেশ করছে যে বাংলাদেশে তুরস্কের দিকে একটু বেশি রপ্তানি হচ্ছে এবং কম আমদানি হচ্ছে। উল্লেখ্য, গত বছর তুরস্কে রপ্তানি ৩০ শতাংশ বেড়েছে।
উপদেষ্টা আরো বলেন, তুরস্ক এবং বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ২৭ কোটি, যা বিবেচনায় নিলে দুদেশের বাণিজ্যের বর্তমান আকার যথেষ্ট নয়। তাই আমরা মনে করি, বাণিজ্যের আকার আরও ব্যাপকভাবে বাড়ানোর সুযোগ রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমরা কয়েকটি খাত চিহ্নিত করেছি। অর্জনের জন্য জয়েন্ট ইকোনমিক কমিশনের মাধ্যমে আলোচনা করে কার্যকর খাতগুলো নির্ধারণ করা হবে।
বর্তমানে বাংলাদেশে তুরস্কের প্রায় ৩০ কোটি ডলারের বিনিয়োগ রয়েছে, যার মধ্যে এলপিজি, সিঙ্গার ইলেকট্রনিক্স এবং কোকাকোলা বোতলিংয়ে বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া সেবা খাতেও তারা বিনিয়োগ করেছে।
বৈঠকের সময় তুরস্ক সামরিক সরঞ্জাম উৎপাদন খাতেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বশির মনে করেন, তুরস্ক বছরে ৮ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম রপ্তানি করে এবং তারা জুতসই সামরিক সরঞ্জামের জন্য বিনিয়োগ করতে আগ্রহী, যা আমাদের জন্যও গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে জয়েন্ট ইকোনমিক কমিশনে আরও বিস্তারিত আলোচনা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- মিরাকেলের বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য গোপন করার অভিযোগ