ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
প্রিপেইড মিটার স্থাপন বন্ধে ৫ দফা দাবি; আন্দলোনের হুঁশিয়ারি
.jpg)
ডুয়া নিউজ: জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধের জন্য পাঁচ দফা দাবি ঘোষণা করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। সংগঠনটির নেতারা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রংপুর সাহিত্য পরিষৎ হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেন মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।
লিখিত বক্তব্যে পলাশ কান্তি নাগ বলেন, নর্দান ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই কোম্পানি (নেসকো) রংপুর মহানগরীর বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাট, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম শুরু করেছে। তিনি অভিযোগ করেন, নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের মতামত না নিয়ে এই প্রক্রিয়া বাস্তবায়ন করছে, যা সমাজের বৃহত্তর স্বার্থের পরিপন্থি।
পলাশ কান্তি নাগ আরও জানান, প্রিপেইড মিটার স্থাপন হলে গ্রাহকরা অতিরিক্ত চার্জ পরিশোধ ও নানা হয়রানির শিকার হবেন। তিনি বলেন, "ক্যাপাসিটি চার্জের নামে বিগত ১৫ বছরে এক লাখ ৬ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। বিদ্যুতের প্রিপেইড মিটার ব্যবসায়ীদের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।"
তিনি বলেন, প্রিপেইড মিটারে গ্রাহকদের আগাম টাকা পরিশোধ করে বিদ্যুৎ ক্রয় করতে হবে এবং টাকা শেষ হলে সংযোগ বিচ্ছিন্ন হবে, যা বিদ্যুত্ আইন-২০০৩ এর ৫৬ নম্বর ধারার পরিপন্থি। এছাড়া, প্রিপেইড মিটার স্থাপনের জন্য আগের মেয়াদী চুক্তি ছাড়াও বিশেষ শর্ত যোগ করা হয়েছে, যা এই উদ্যোগকে বিতর্কিত করে তুলছে।
সভায় দেওয়া বক্তব্যে গ্রাহকদের বিপর্যয়ে যে সমস্যা সৃষ্টি হচ্ছে, তা সমাধানে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন নেতারা। তারা বলেছেন, তারা আগামী ১৫ দিনের মধ্যে রংপুর নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা এবং সচেতনতার জন্য নানা কার্যক্রম পরিচালনা করবেন। দাবিগুলো না মানা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়ার কথাও জানান তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- মিরাকেলের বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য গোপন করার অভিযোগ