ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
ভারত কেবল শেখ হাসিনা ও আ.লীগকে বন্ধু মনে করে : দুদু

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারত হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে বন্ধু মনে করে না।হাসিনা ও আওয়ামী লীগই তাদের বন্ধু। ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে যিনি স্বৈরাচারী ও গণহত্যাকারী এবং যাদের বিচার দেশে চলছে ও হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর আয়োজন করা ‘ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?’ শীর্ষক নাগরিক সমাবেশে এসব কথা বলেন বিএনপি ভাইস চেয়ারম্যান।
দুদু ভারতকে আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনা একজন খুনি, তিনি দেশের জনগণকে হত্যা করেছেন এবং দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন। তাই বিচার কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অনতিবিলম্বে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ভারত আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বাংলাদেশের মানুষ কখনো কারো বশ্যতা মেনে নেয়নি—না ব্রিটিশদের কাছে, না পাকিস্তানিদের কাছে, না বিভিন্ন স্বৈরশাসকের কাছে। এই দেশের মানুষ একসাগর রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে।
তিনি আরও বলেন, হাজার হাজার বছর ধরে দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা মিলেমিশে বসবাস করছে এবং কেউ কারো প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করে না। বাংলাদেশ এমন একটি দেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ যখন পানি চায় তখন দেয় না; আবার যখন দরকার নেই তখন তিস্তা ব্যারেজ খুলে দেয়। বাংলাদেশের চারপাশের প্রতিটি সীমান্ত ভারত লিখিতভাবে বন্ধ রেখেছে যাতে ব্যবসা করা না যায়। তারা এমন শত্রুতা অব্যাহত রেখেছে।
নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল ৯ কোম্পানি