ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
নতুন কৌশলে আওয়ামী লীগ, ঘুরে দাঁড়ানোর বার্তা
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর মাধ্যমে প্রায় দেড় দশকের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তবে দলটি এখন এই পতনের ঘটনাকে সাধারণ রাজনৈতিক ব্যর্থতা হিসেবে নয় বরং ‘দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফল’ হিসেবে তুলে ধরার কৌশল নিয়েছে।
আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, “ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে সরানো হয়েছে” এটি এখন দলটির নতুন রাজনৈতিক বার্তার মূল ভিত্তি। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারের নানা ব্যর্থতাও দলটি রাজনৈতিক কৌশলে কাজে লাগাতে চায়। আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রশাসনিক অস্থিরতার মতো ইস্যুতে জনঅসন্তোষকে নিজেদের পক্ষে টানার চেষ্টা চলছে।
তবে বিশ্লেষকরা বলছেন, আন্দোলন দমন এবং জুলাই-অগাস্টের সহিংসতায় হতাহতের দায়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই।ফলে তাদের নতুন কৌশল কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘ শাসনামলে একক কর্তৃত্বে অভ্যস্ত হয়ে আওয়ামী লীগ জনগণ ও রাজনৈতিক প্রতিপক্ষ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এমনকি আন্দোলনের সময় দলীয়ভাবে দৃঢ় নেতৃত্বও অনুপস্থিত ছিল। অনেক নেতাকর্মী দেশ ছাড়লেও শেখ হাসিনা ভারতে থেকেই ভার্চুয়াল মাধ্যমে দল সংগঠিত করার চেষ্টা চালিয়ে গেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ সময় ভারতে থাকা অবস্থায় শেখ হাসিনা ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখেছেন। আর বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা মাহাম্মদ আলী আরাফাত দলের মুখপাত্র হিসেবে বলছেন, “শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত আমাদের এখন আগের চেয়ে অনেক বেশি সংযোগ এবং সংগঠিত অবস্থা।”
গত মাসে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় আওয়ামী লীগ দাবি করছে, “সাধারণ মানুষ ও দলের কর্মীরা একসঙ্গে প্রতিরোধ গড়েছে” যা দলটির আত্মবিশ্বাস ফেরানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।
তবে ওই ঘটনার পর গোপালগঞ্জে চালানো ব্যাপক ধরপাকড় এবং ১৫ হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পরিস্থিতির অন্যরকম দিকও সামনে এনেছে। আওয়ামী লীগের নেতারাও স্বীকার করছেন, “গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও এখনও তেমন প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা নেই।”
বর্তমানে দলটি প্রকাশ্য সংঘাতে না গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কৌশলীভাবে রাজনীতির ময়দানে ফেরার পরিকল্পনা করছে। তারা সংগঠনের ভিত্তি পুনর্গঠনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়ার জন্য কূটনৈতিক উদ্যোগও জোরদার করেছে।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পুনর্বাসনের পথ খুঁজতে হলে আওয়ামী লীগকে কেবল ষড়যন্ত্র তত্ত্বে আটকে না থেকে নিজেদের শাসনামলের ব্যর্থতা, দমন-পীড়ন ও দুর্নীতির দায় স্বীকার করেই এগোতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত