ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠানস্থলে বিস্ফোরণ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৫ ১৫:৪২:৪৩
জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠানস্থলে বিস্ফোরণ

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে অনুষ্ঠান চলাকালীন সময়ে স্পিকারের বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট আগুন বেলুনে ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে।

সংসদ ভবন এলাকার ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, অনুষ্ঠানের সময় হেলিকপ্টার বেলুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেলুন উড়ানোর দায়িত্বে ছিল 'ব্রান্ড সল্যুশনস' নামের একটি প্রতিষ্ঠান। আয়োজকদের দাবি গত বছরের এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়েছিলেন। সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই প্রতীকীভাবে এই বেলুন উড়ানো হয়।

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন: মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩) এবং মো. মিহাত (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে জুলাই দিবসের আয়োজন চলাকালীন গ্যাস বেলুন বিস্ফোরণে অনেকে আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহত ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত