ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
নোবেলের দৌড়ে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প, পেলেন আরও এক মনোনয়ন
.jpg)
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে কম্বোডিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রী সান চানথোল এই তথ্য নিশ্চিত করেছেন। থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘাত নিরসনে ট্রাম্পের ভূমিকার জন্য এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে তিনি জানান।
শুক্রবার নমপেনে এক সংবাদ সম্মেলনে সান চানথোল বলেন, "শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের মহান প্রচেষ্টাকে আমরা স্বীকৃতি দিই।" তিনি আরও বলেন, ট্রাম্পের আহ্বানে এবং তৎপরতায় মালয়েশিয়ার মধ্যস্থতায় থাইল্যান্ডের সঙ্গে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটেছে। এই সংঘাতে অন্তত ৪৩ জন নিহত এবং তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, "এই শান্তি সম্ভব হয়েছে ট্রাম্পের জন্যই। তাকেই দিন নোবেল শান্তি পুরস্কার!"
এর আগে জুন মাসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং জুলাই মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিলেন। ভারত-পাকিস্তান সংঘাত নিরসনে ভূমিকার জন্য পাকিস্তান ট্রাম্পকে এই মনোনয়ন দেয়।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, আব্রাহাম অ্যাকর্ডস অনুসরণ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসসহ শান্তি স্থাপনে তিনি ভূমিকা রেখেছেন।
নোবেল পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়া
নরওয়ের নোবেল কমিটি বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারের জন্য যোগ্য প্রার্থী নির্বাচনের দায়িত্বে থাকে। এই কমিটির প্রার্থী বাছাই প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়। বিভিন্ন দেশের সরকার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইনজীবী, সাবেক নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা মনোনয়নের জন্য নাম প্রস্তাব করতে পারেন। তবে কোনো ব্যক্তি নিজের জন্য মনোনয়ন চাইতে পারেন না।
প্রাথমিক মনোনয়নগুলো যাচাই-বাছাই করে নরওয়ের নোবেল কমিটি একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। এরপর এই তালিকার ওপর ভিত্তি করে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হয়। প্রতি বছর অক্টোবর মাসে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী ১০ ডিসেম্বর পুরস্কার প্রদান করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা