ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
লাগেজে শিশুকন্যা, নিউজিল্যান্ডে নারী গ্রেপ্তার

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের কাইওয়াকা শহরের একটি বাসস্টপে যাত্রীর লাগেজে পাওয়া গেছে দুই বছর বয়সী একটি শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শিশুর প্রতি অবহেলা ও অমানবিক আচরণের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ঘটনার সূত্রপাত হয় রোববার। পুলিশ জানায়, বাসের এক যাত্রী লাগেজ রাখার স্থানে প্রবেশ করতে চাইলে বাসচালক ব্যাগের অস্বাভাবিক ও সন্দেহমূলক নড়াচড়া লক্ষ্য করেন। সন্দেহ হওয়ায় তিনি ব্যাগটি খুলে দেখেন এবং সেখান থেকে জীবন্ত শিশুকন্যাটিকে উদ্ধার করা হয়।নিউজিল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানায়, ব্যাগের ভেতর থেকে উদ্ধার হওয়া শিশুটির শরীর অত্যন্ত গরম ছিল। তবে শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শিশুটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার শারীরিক অবস্থা মূল্যায়ন করা হচ্ছে।
শিশুটির সঙ্গে অভিযুক্ত নারীর কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত নয়। সোমবার ওই নারীকে অকল্যান্ডের নর্থ শোর জেলা আদালতে হাজির করা হবে বলে জানা যায়।
ঘটনায় সাহসী ভূমিকা রাখায় বাসচালকের সকলের প্রশংসা পাচ্ছেন এমনকি তার প্রশংসা করেছে পুলিশও । বিবৃতিতে বলা হয়, “ বাস চালক যেভাবে পরিস্থিতি বুঝে দ্রুত ব্যবস্থা নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এতে করে বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং শিশুটির পরিচয় ও পারিবারিক বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা