ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
৭৮ শহীদ পরিবারকে আজ সম্মাননা দেবে যুবদল

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ ৭৮ শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক আয়োজনে এসব পরিবারকে সম্মাননা, উপহার এবং আর্থিক অনুদান দেওয়া হবে।
রোববার (৩ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেন, সোমবারের (৪ আগস্ট) অনুষ্ঠানে কোনও সাংগঠনিক শক্তি প্রদর্শনের উদ্দেশ্য নেই, শুধুমাত্র শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এ আয়োজন।
মোনায়েম মুন্না জানান, শহীদ পরিবারের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও সম্মাননা দেওয়া হবে।
এছাড়া গণ-অভ্যুত্থানকে গতিশীল করতে প্রবাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যুবদলের ১২ জন নেতাকে সম্মাননা এবং ছয়জন প্রয়াত নেতাকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হবে। সেই সঙ্গে জুলাই আন্দোলনে দায়িত্ব পালনকারী সব মহানগর ও জেলা ইউনিটের নেতারাও সম্মাননা পাবেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে গ্রাফিতি অঙ্কন করেছে যুবদল। সোমবার ঢাকা মহানগরীর ১০টি আর্ট স্কুলের প্রায় ১,৫০০ শিশু-কিশোর অংশ নেবে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। অংশগ্রহণকারী শীর্ষ ৫০ জনকে পুরস্কৃত করা হবে সনদ ও উপহারসামগ্রী দিয়ে।
আওয়ামী লীগের উদ্দেশে যুবদল সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই-আগস্টকে কুক্ষিগত করার অপচেষ্টা থেকে বিরত থাকুন। রাজনীতিতে সব সময় দুইয়ে-দুইয়ে চার হয় না। মাঠ গরমের চেষ্টা করবেন না, জনগণের মন বুঝে কর্মসূচি দেয় যুবদল।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এনামুল হক এবং উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা