ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

এফ-৩৫ কেনার প্রস্তাব প্রত্যাখ্যান, ভারতের চোখ এখন অন্য যুদ্ধবিমানে

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ০১ ১৭:৪৯:২৩
এফ-৩৫ কেনার প্রস্তাব প্রত্যাখ্যান, ভারতের চোখ এখন অন্য যুদ্ধবিমানে

যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কেনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা এই বিমান কিনতে আর আগ্রহী নয়।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ভারতকে এফ-৩৫ বিক্রির প্রস্তাব দেন। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে একই ধরনের দুটি বিমান বিধ্বস্ত হওয়ায় এবং ভারতে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতাকে গুরুত্ব দেওয়ার প্রেক্ষাপটে নয়াদিল্লি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

এর মধ্যে আবার যুক্তরাষ্ট্রে তৈরি ব্রিটিশ নৌবাহিনীর একটি এফ-৩৫ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করে। জ্বালানি সংকটের কারণে ১৪ জুন রাতের ওই অবতরণে বিমানটি অক্ষত থাকলেও পরবর্তীতে এতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। দীর্ঘ ৩৮ দিন পার হয়ে গেলেও বিমানটি সচল করা সম্ভব হয়নি।

সম্প্রতি আরও একটি ঘটনা ঘটে ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমান ‘রাফ রেইডার্স’ স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনার তদন্ত চলছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এর পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক কিছুটা টানাপড়েনের মধ্যে পড়েছে।

এই পরিস্থিতিতে এফ-৩৫ কেনার পরিকল্পনা থেকে আনুষ্ঠানিকভাবে সরে এসে ভারত একটি কৌশলগত বার্তাই দিল তারা ‘খেলনার মতো ভেঙে পড়া’ যুদ্ধবিমান নয় বরং নিজস্ব সক্ষমতার ওপর নির্ভরশীল প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর।

তথ্য : হিন্দুস্তান টাইমস

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত