ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

ফের বাংলাদেশে পুশ ইন করলো বিএসএফ

২০২৫ জুলাই ৩১ ১২:৪৪:৩৯

ফের বাংলাদেশে পুশ ইন করলো বিএসএফ

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ জন বাংলাদেশিকে দেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে আগ্রাদ্বিগুন সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন।

পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে আগ্রাদ্বিগুন বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২৫৬/৭-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর এলাকায় ৮ জন নারী ও ২ জন পুরুষকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: কাকলী আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), নাসরিন বেগম (৩৩), রুমা বেগম (২৫), কোহিনুর বেগম (২৬), মঞ্জুরুল ইসলাম (৩৬) এবং সুমন হোসেন (২৭)।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুম্বাই শহরে কাজ করতে যান। সেখানে পুরুষ দুজন রাজমিস্ত্রি এবং নারীরা গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সম্প্রতি ভারতীয় পুলিশ (সিআইডি) তাদের আটক করে এবং গত ২৯ জুলাই হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে। সেখান থেকেই বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়।

আটককৃতদের ধামইরহাট থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সবাই বাংলাদেশি নাগরিক।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত