ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

‘নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে আসবে রদবদল’

২০২৫ জুলাই ২৮ ১৬:৫৭:৫২

‘নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে আসবে রদবদল’

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আজাদ মজুমদার জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে প্রয়োজন অনুযায়ী রদবদল আনার ব্যাপারে আলোচনা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে, প্রধান উপদেষ্টার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আজাদ মজুমদার জানিয়েছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে প্রশাসনে রদবদল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে প্রশাসনে রদবদল আসছে এ বিষয়ে কী প্রক্রিয়ায় তা বাস্তবায়িত হবে, তা নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু সিদ্ধান্তও গৃহীত হয়েছে বলেও জানান তিনি।

রদবদলের ধরন ও পরিসর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রদবদল হবে, তবে সব জায়গায় নয়। প্রয়োজনীয়তা বিবেচনায় যে জায়গায় পরিবর্তন জরুরি, কেবল সেসব জায়গাতেই রদবদল হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত