ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
পুলিশের ধাওয়ায় শিবিরকর্মীর মৃত্যু, ওসিকে গ্রেপ্তারের দাবি

গাইবান্ধার সাঘাটা থানায় পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে ডুবে সিজু মিয়া (২৫) নামে এক শিবিরকর্মীর মৃত্যুর ঘটনায় স্থানীয় জনগণ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মাঝে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে থানা চত্বরে এ ঘটনা ঘটে। এরপর থেকে টানা চলছে বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধ ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওসহ নানা প্রতিবাদ কর্মসূচি।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গাইবান্ধার সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ‘সিজু হত্যার বিচার’ দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন।
রোববার (২৭ জুলাই) সকালে সাঘাটার সচেতন নাগরিক সমাজ বোনারপাড়া উপজেলা চত্বরে আরেকটি মানববন্ধনের আয়োজন করে। এতে অংশ নিয়ে বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানান। বক্তাদের মধ্যে ছিলেন সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যাপক এনামুল হক সরকার, যুবদল নেতা ইখতিয়ার আহম্মেদ সুজন, ছাত্রশিবির থানা সভাপতি সাজেদুর রহমান, ইসলামী আন্দোলনের সাঘাটা থানা সেক্রেটারি সুরুজ্জান এবং সচেতন নাগরিক কমিটির সদস্য গোলাম রাব্বি।
বক্তারা অভিযোগ করে বলেন, “সিজু যদি সত্যিই পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে থাকে তাহলে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা যেত। কিন্তু পুলিশ তা না করে তাকে পুকুরে নামার পরও নির্মমভাবে মারধর করে হত্যা করেছে।”
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার রাতে থানা সংলগ্ন পুকুরে ঝাঁপ দিলে পুলিশ ও স্থানীয় কিছু ব্যক্তি পুকুরেই সিজুকে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে পানিতেই তার মৃত্যু হয়। আশ্চর্যের বিষয় রাতভর লাশ উদ্ধার না করে পুলিশ শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি ডেকে লাশ তোলে। তখনও নিহতের শরীর থেকে রক্ত ঝরছিল বলে দাবি করেন স্বজনরা।
পরিবারের অভিযোগ এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর জামায়াত-শিবির এবং স্থানীয় জনগণ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলমসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে এবং পরিস্থিতি এখনও থমথমে।
তথ্য : ইউএনবি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- বিনিয়োগকারীদের আস্থায় বহুজাতিক তিন কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা