ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা সম্পন্ন, ফল যেদিন

২০২৫ জুলাই ১৮ ১৫:১৮:২৫

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা সম্পন্ন, ফল যেদিন

চিকিৎসা খাতে জনবল সংকট মোকাবিলায় আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা শুক্রবার (১৮ জুলাই) সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকার ২০টি কেন্দ্রে এ পরীক্ষা নেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৩০০ নম্বরের পরীক্ষার মধ্যে এই ধাপে ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে মেডিকেল সায়েন্স বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন ছিল। সাধারণ বিষয়ের প্রশ্নগুলোর মধ্যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি অন্তর্ভুক্ত ছিল।

পিএসসি জানিয়েছে, এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ জন। তাদের মধ্য থেকে নির্বাচিত হবেন মোট তিন হাজার চিকিৎসক। এর মধ্যে ২৭০০ সহকারী সার্জন ও ৩০০ সহকারী ডেন্টাল সার্জন।

আগামী ২১ জুলাই পরীক্ষার ফল প্রকাশ করা হবে এবং এরপর দ্রুত মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা। চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২২ সেপ্টেম্বর নির্ধারণ করেছে পিএসসি।

এই বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুত চিকিৎসক নিয়োগ নিশ্চিত করে দেশের স্বাস্থ্যসেবায় গতি আনার প্রত্যাশা করছে সরকার। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পিএসসি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত