ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

পদোন্নতি পেয়েছেন পুলিশের ১১০ জন কর্মকর্তা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৭ ১৬:২৩:৫১
পদোন্নতি পেয়েছেন পুলিশের ১১০ জন কর্মকর্তা

বাংলাদেশ পুলিশে গুরুত্বপূর্ণ এক পদোন্নতির অংশ হিসেবে সাব-ইন্সপেক্টর (এসআই) পদ থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি হয়েছেন ১১০ জন কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) ক্যাডার থেকে ৬০ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) ক্যাডার থেকে ৪৫ জন এবং পুলিশ সার্জেন্ট পদে কর্মরত ৫ জন কর্মকর্তা, যাদের ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে উন্নীত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এই পদোন্নতির ফলে মাঠ পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষ নেতৃত্ব গড়ে তোলা সম্ভব হবে। এতে সাধারণ মানুষের সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও নেতৃত্ব গুণের বিকাশে এ ধরনের নিয়মিত পদোন্নতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কর্মকর্তাদের দীর্ঘদিনের কর্মদক্ষতা, নিষ্ঠা এবং অভিজ্ঞতার ভিত্তিতেই এই পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন। খুব শিগগিরই তাদের নতুন পদমর্যাদায় আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত