ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ডেঙ্গুতে মৃ'ত্যু দুইজনের, আক্রান্ত ৩৩০ জন

ডুয়া নিউজ- স্বাস্থ্য
২০২৫ জুলাই ১৪ ১৮:৩৭:৩০
ডেঙ্গুতে মৃ'ত্যু দুইজনের, আক্রান্ত ৩৩০ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩০ জন।

আজ সোমবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক রোগী। এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় ৪৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪ জন, খুলনা বিভাগে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে ৩৮ জন এবং রংপুর বিভাগে তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে ৩৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ১৩ হাজার ৯৬৯ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত