ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
‘ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরাইলি নিহত’
.jpg)
সম্প্রতি ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন, এই সংঘাতে ইসরাইলের অন্তত ৫০০ জন নিহত হয়েছে।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-১-কে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, ইসরাইলের একটি নিরাপত্তা গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, সংঘাতে ৩ হাজার ৫২০ জন আহত হয়েছে। এ তথ্যের ভিত্তিতেই তিনি নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে উল্লেখ করেন। গালিবাফ দাবি করেন, ইসরাইল সরকার যেসব তথ্য প্রকাশ করেছে তা বাস্তব ক্ষয়ক্ষতির তুলনায় অনেক কম।
যুদ্ধবিরতির পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ইসরাইল কোনো সদিচ্ছা থেকে নয় বরং যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হয়ে আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছে। গালিবাফের ভাষায়, “স্থল ও আকাশপথে ইরানই নিয়ন্ত্রণে ছিল—এটাই ইসরাইলের পরাজয়ের মূল কারণ।”
তিনি জানান, ইরান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় সফলতার হার ছিল ৯০ শতাংশের বেশি। এতে ইসরাইলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়ে।
গালিবাফ আরও বলেন, এই লড়াই শুধু ইসরাইল নয় বরং যুক্তরাষ্ট্রনেতৃত্বাধীন ন্যাটো ও পশ্চিমা জোটের বিরুদ্ধেও একটি কৌশলগত প্রতিরোধ।
সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন। তার অভিযোগ একদিকে যুক্তরাষ্ট্র আলোচনার কথা বললেও অন্যদিকে তারা ইরানে হামলা চালিয়ে দ্বিমুখী অবস্থান নিয়েছে। তিনি বলেন, “যদি যুক্তরাষ্ট্র প্রকৃতভাবে আলোচনার পক্ষে থাকে তাহলে তাদের ব্যাখ্যা দিতে হবে—যুদ্ধকালীন সময়েই কেন ইরানের ওপর হামলা চালানো হলো।”
তিনি যুক্তরাষ্ট্রকে ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “তারা যদি সত্যিই সৎ হয়ে থাকে তবে এ হামলার ক্ষতি পূরণ করতে হবে।”
তথ্য : পার্স টুডে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা