ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
আর্থিক খাত সংস্কারে বাধা রয়েছে: অর্থ উপদেষ্টা
আর্থিক খাতে সংস্কার নিয়ে নানা ধরনের বাধা ও প্রতিবন্ধকতা রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, অনেকেই মনে করছেন আর্থিক খাতের সংস্কার বিশ্বব্যাংক বা আইএমএফ-এর প্রস্তাবেই হচ্ছে, কিন্তু বাস্তবে তা পুরোপুরি সঠিক নয়। সরকারের নিজস্ব উদ্যোগেও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। তবে বাইরের কোনো প্রস্তাব ভালো হলে তা গ্রহণে কোনো সমস্যা নেই বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (৯ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অডিট ও হিসাব ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যাঁরা এ কাজে যুক্ত, তাঁদের সততা ও নৈতিকতা সবচেয়ে বেশি জরুরি। অনেক প্রতিষ্ঠান নিম্নমানের কাগজপত্র জমা দেয়। এনবিআরের তথ্য অনুযায়ী, প্রতি ১০০ জনে ৭০ জন শূন্য ট্যাক্স দেয়—এটি অবিশ্বাস্য। এসব তথ্যে গড়মিল থাকতে পারে, তাই সঠিক অডিটের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। অডিট কর্মকর্তাদের ‘অন্তর দৃষ্টি’ দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বিনিয়োগ আকর্ষণে অডিট ও অ্যাকাউন্টিংয়ের স্বচ্ছতা বাড়ানো জরুরি।
সামিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, অধিকাংশ ব্যাংকের অডিট রিপোর্টে গড়মিল পাওয়া যায়। তিনি জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ঝুঁকিভিত্তিক তদারকি (Risk-Based Supervision) পদ্ধতি পুরোপুরি কার্যকর করা হবে।
তিনি আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে অডিট রিপোর্টে নির্ভরযোগ্য তথ্য থাকা জরুরি। এজন্য বাংলাদেশ ব্যাংক একাধিক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করবে।
তিনি অভিযোগ করেন, চারটি সরকারি প্রতিষ্ঠানে অডিট করতে গিয়ে তারা প্রয়োজনীয় তথ্য-সহযোগিতা পাননি। কোনো প্রতিষ্ঠান যদি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসরণ না করে, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- ইপিএস প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা