ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ভারতে এক পরিবারের ৫ সদস্যকে পি'টি'য়ে হ'ত্যা

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ০৮ ১৮:২৮:০৭
ভারতে এক পরিবারের ৫ সদস্যকে পি'টি'য়ে হ'ত্যা

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য বিহারের এক গ্রামে কালোজাদুর অভিযোগ তুলে একই পরিবারের পাঁচ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে তাদের মরদেহ পাশের একটি পুকুরে ফেলে দেয় গ্রামবাসীরা। মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে বিহার রাজ্য পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন, যাদের একজনের বয়স ৭৫ বছর। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা অপরাধের কথা স্বীকার করেছেন।

হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত একজন ব্যক্তি সম্প্রতি নিজের ছেলের মৃত্যুর জন্য ওই পরিবারকে দায়ী করেন এবং তাদের কালোজাদু চর্চার সঙ্গে জড়িত বলে দাবি করেন। এরপরই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওই পরিবারের পাঁচ সদস্যকে পিটিয়ে হত্যা করে এবং মরদেহগুলো ট্রাক্টরে করে পুকুরে ফেলে দেয়।

নিহতরা ভারতের আদিবাসী ওরাঁও জনগোষ্ঠীর সদস্য। ঘাতকেরাও একই জনগোষ্ঠীর বলে জানা গেছে।

বিহার ভারতের অন্যতম দরিদ্র রাজ্য। এখানকার প্রায় ১৩ কোটি মানুষের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী।

যদিও কুসংস্কার ও কালোজাদুর বিরুদ্ধে ভারতজুড়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে, তবুও বিশেষ করে আদিবাসী অধ্যুষিত গ্রামাঞ্চলে এ ধরনের বিশ্বাস এখনও ব্যাপকভাবে ছড়িয়ে আছে। কালোজাদু রোধে কিছু রাজ্যে আইন চালু থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ভারতের জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরোর (NCRB) তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত কালোজাদুর অভিযোগে দেশটিতে অন্তত ১,৫০০ মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী। অনেক সময় এসব হত্যার পেছনে কালোজাদুর অভিযোগের আড়ালে জমি-সম্পত্তি দখলের মতো লোভজনিত কারণও কাজ করে বলে মনে করা হয়।

এই সাম্প্রতিক ঘটনা ভারতে কুসংস্কার ও গুজবের ভিত্তিতে সংঘটিত সহিংসতার আরও একটি ভয়াবহ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত