ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
ভারতে এক পরিবারের ৫ সদস্যকে পি'টি'য়ে হ'ত্যা
.jpg)
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য বিহারের এক গ্রামে কালোজাদুর অভিযোগ তুলে একই পরিবারের পাঁচ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে তাদের মরদেহ পাশের একটি পুকুরে ফেলে দেয় গ্রামবাসীরা। মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে বিহার রাজ্য পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন, যাদের একজনের বয়স ৭৫ বছর। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা অপরাধের কথা স্বীকার করেছেন।
হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত একজন ব্যক্তি সম্প্রতি নিজের ছেলের মৃত্যুর জন্য ওই পরিবারকে দায়ী করেন এবং তাদের কালোজাদু চর্চার সঙ্গে জড়িত বলে দাবি করেন। এরপরই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওই পরিবারের পাঁচ সদস্যকে পিটিয়ে হত্যা করে এবং মরদেহগুলো ট্রাক্টরে করে পুকুরে ফেলে দেয়।
নিহতরা ভারতের আদিবাসী ওরাঁও জনগোষ্ঠীর সদস্য। ঘাতকেরাও একই জনগোষ্ঠীর বলে জানা গেছে।
বিহার ভারতের অন্যতম দরিদ্র রাজ্য। এখানকার প্রায় ১৩ কোটি মানুষের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী।
যদিও কুসংস্কার ও কালোজাদুর বিরুদ্ধে ভারতজুড়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে, তবুও বিশেষ করে আদিবাসী অধ্যুষিত গ্রামাঞ্চলে এ ধরনের বিশ্বাস এখনও ব্যাপকভাবে ছড়িয়ে আছে। কালোজাদু রোধে কিছু রাজ্যে আইন চালু থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।
ভারতের জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরোর (NCRB) তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত কালোজাদুর অভিযোগে দেশটিতে অন্তত ১,৫০০ মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী। অনেক সময় এসব হত্যার পেছনে কালোজাদুর অভিযোগের আড়ালে জমি-সম্পত্তি দখলের মতো লোভজনিত কারণও কাজ করে বলে মনে করা হয়।
এই সাম্প্রতিক ঘটনা ভারতে কুসংস্কার ও গুজবের ভিত্তিতে সংঘটিত সহিংসতার আরও একটি ভয়াবহ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- মার্জিন ঋণে কড়াকড়ি, সীমিত আয়ের ব্যক্তিদের মার্জিন ঋণ নয়
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- বদলে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডের নিয়ম, বাড়ছে জবাবদিহিতা
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মারা গেলেন থ্রি ইডিয়টস সিনেমার অভিনেতা
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়াচ্ছে দুই কোম্পানির শেয়ার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিল কার্যকর করতে সংস্কারের সিদ্ধান্ত
- ওরিয়ন ইনফিউশনের শেয়ারে নতুন জোয়ার