ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের আগে ফিলিস্তিনি সমর্থকদের বিক্ষোভ

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ০৭ ১৫:৫০:৫৭
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের আগে ফিলিস্তিনি সমর্থকদের বিক্ষোভ

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন মার্কিন সফরের প্রতিবাদে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে রোববার (৬ জুলাই) ফিলিস্তিনি সমর্থক সংগঠনগুলোর বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৭ জুলাই) নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন, যা তার ছয় মাসের মধ্যে তৃতীয় মার্কিন সফর হবে।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা নিয়ে ‘মুক্ত ফিলিস্তিন’, ‘ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ কর’ ও ‘ওয়ান্টেড নেতানিয়াহু’ স্লোগান দেন। আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইনসহ বিক্ষোভকারীরা গাজা যুদ্ধে মার্কিন সমর্থন বন্ধের দাবিতে একটি সংবাদ সম্মেলন করবেন।

ট্রাম্প বলেছেন, গাজায় বন্দিদের মুক্তি এবং হামাসের সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। তিনি নেতানিয়াহুকে ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি নিয়ে কাজ করার কথা জানিয়েছেন।

আন্তর্জাতিক আহ্বানের পরও ইসরায়েলি বাহিনী গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। গত অক্টোবরে শুরু হওয়া সংঘর্ষে ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, অধিকাংশই নারী ও শিশু।

আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি, ইসরায়েল গাজায় সংঘটিত যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত