ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আবারও দুই দিনের রিমান্ডে আনিসুল হক

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০৭ ১৩:৩৫:৩৫
আবারও দুই দিনের রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বনানী থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান শুনানি শেষে রিমান্ড আদেশ দেন। এর আগে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আনিসুল হককে আদালতে হাজির করে। আদালত তা আংশিক মঞ্জুর করে দুই দিনের রিমান্ড দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক মোক্তার হোসেন।

মামলার নথি থেকে জানা গেছে, আনিসুল হক বনানী এলাকায় নিজ নামে লাইসেন্স করা একটি পিস্তলের মালিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে প্রদত্ত সব ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে এবং এসব অস্ত্র ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়।

তবে আনিসুল হক নির্ধারিত সময়ের পরেও (৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে ৫ মে ২০২৫ পর্যন্ত) তার আগ্নেয়াস্ত্র থানায় জমা দেননি বা এ বিষয়ে থানাকে অবহিত করেননি। তদন্তকারী কর্মকর্তারা তার ঠিকানায় গিয়েও তাকে পাননি এবং অস্ত্র জমা বা ব্যবহারের বিষয়ে কোনো তথ্য সংগ্রহ করতে পারেননি। এমনকি তিনি গুলি কিনেছেন কি না—সে সম্পর্কেও কোনো তথ্য মেলেনি।

এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারা অনুযায়ী মামলা দায়ের করে। মামলার তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত